এবার বই মেলায় আয়ারল্যান্ড প্রবাসী লেখকের হিড়িক


তারই ধারাবাবাহিকতায় এবার বই মেলায় আয়ারল্যান্ড প্রবাসী এক ঝাঁক নবিন প্রবীন লেখক ১০ টি প্রকাশ করছেন। ডাঃ জিন্নুরাইন জায়গিরদার স্যারের ৫টি, ডঃ জাকিয়া রহমানের ২ টি, সাংবাদিক সৈয়দ জুয়েলের ১টি, মেহেদী হাসানের ১টি, সাজেদুল চৌধুরী রুবেলের ১টি ও ওমর ফারুক নিউটনের ১ টি বই।

“জন্মভূমি স্বদেশ আমার” কাব্যগ্রন্থদ্বয়ে কবি তাঁর জন্মভূমি বাংলাদেশের প্রাত্যহিক জীবনের একটি কাব্যিক তৈলচিত্র অংকনের প্রয়াস গ্রহণ করেছেন। “জন্মভূমি স্বদেশ আমার” নিছক সাহিত্যিক প্রচেষ্টা নয়; বরং এটি বাংলাদেশের বহুমুখী বাস্তবতার উন্মোচনে অঙ্গীকারের প্রমাণ। এ গ্রন্থে ফুটে উঠেছে বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশ, পরিস্থিতি ও অবস্থা। কবি বলেন, ‘’আমার ঐকান্তিক ইচ্ছা যে, এই কবিতাগুলো পাঠকের হৃদয়ে অনুরণিত হোক। আমার কবিতাগুলি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য সকল নাগরিকের দায়িত্ববোধকে জাগ্রত করুক, মূল্যবোধের উন্নতি ঘটুক, বিবেক আর যুক্তির জগতে বৈপ্লবিক কিছু পরিবর্তনের মাধ্যমে, এই কাব্যগ্রন্থ একটি নতুন আশা জাগিয়ে তুলুক, এটাই আমার ঐকান্তিক প্রার্থনা’’।

“বিরল তিরস্কার” কাব্যগ্রন্থটি এমন একটি সংকলন, যা বিভিন্ন দেশ জুড়ে ভ্রমণ এবং কয়েকটি দেশে বসবাসের অভিজ্ঞতার উজ্জ্বল রঙগুলিকে একত্রিত করে, একটি কাব্যিক রূপ প্রদান করেছে। এই কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতার মাধ্যমে বর্তমান বিশ্বের বিভিন্ন সীমানায় বিভক্ত দেশ থেকে দেশের বহুমুখী দিকগুলি অবলোকন করা সম্ভব। বহির্বিশ্বকে অবলোকন করে আমাদের চিন্তা-ভাবনার সাথে, জাতিগত এবং ভৌগলিক সীমানায়, প্রকৃতি আর মানবের মিথোষ্ক্রিয়া এই কবিতাগুলোর মূল ধারনা, যা লিখিত কথার মাধ্যমে প্রতিবিম্বিত হয়েছে। কবির বর্তমান আবাসস্থল আয়ারল্যান্ড, এই দেশের ইতিহাস, রাজনীতি, জলবায়ূ, ধর্ম, দ্বন্দ্ব, অর্থনীতি, ভাষা, বিবর্তন সবই উঠে এসেছে পনেরটি কবিতায়।

“কবিতায় কথা” কাব্যগ্রন্থে কবি এমন একটি সংকলন উপস্থাপন করেছেন যা কবিতার মহাবিশ্বকে প্রদক্ষিণ করে। এই সংকলন প্রকাশ করে “কবি” হিসাবে নিজেকে দাবী না করেও তিনি “কবিতার” স্পন্দন খুঁজতে চেষ্টা করেছেন। তাই তিনি, লিখেছেন কবিতা কি? নিজের রচনা আদৌ কবিতা হয় কি না তাঁর অজানা, কেউ দাবী করলেই কবি হওয়া যায় কি না? কবিতা কিভাবে লিখতে হয়? ইত্যাদি প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন আপন মহিমায়। এই সংকলনে তিনি যেমন ছন্দোবদ্ধ কবিতা লিখার চেষ্টা করেছেন একইভাবে আধুনিক গদ্য কবিতাকেও দিয়েছেন স্থান, আধুনিকতাকে ছাপিয়ে উত্তরাধুনিকতা ঘুরে তিনি অত্যাধুনিক হওয়ার কথাও প্রকাশ করেছেন এই বিশ্বের বর্তমান সময়ের প্রকট সমস্যার বেড়াজালে।

”সীমান্ত সংসার’’ কাব্যগ্রন্থে কবি তুলে এনেছেন তাঁর বাস্তব অভিজ্ঞতা, আবেগ, অনুভূতি ও স্মৃতি। জন্ম থেকে মৃত্যু অবধি এই সংসারে তার নিজের অনুভুতির প্রতিফলন এই বইতে প্রকাশিত হয়েছে। জন্ম, মা-বাবার অনুভুতি, জীবন যাত্রায় অসুস্থতা, বেদনা, আনন্দ হতাশা সকল অনুভুতির প্রতিফলন দেখা যাবে তার এই কবিতা সংকলনে।
উপরোক্ত বইগুলো পাওয়া যাবে অমর একুশে বইমেলায় হরিৎপত্র ও বর্ষাদুপুর প্রকাশনীর স্টলে।

এছাড়াও অতীতে জনাব জায়গীরদারের আরও ছয়টি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হচ্ছে যথাক্রমেঃ

গুনি এই লেখক এ পর্যন্ত ১১টি বই উপহার দিয়েছেন পাঠকদেরকে। তাঁর বইগুলোর বিশেষত্ব হচ্ছে, একেকটি বই একেকটি বিষয়ের উপর ভিত্তি করে লিখিত। বিষয়ভিত্তিক বইয়ে তিনি চেয়েছেন একেকটি বিষয়কে পাঠকের সামনে তুলে ধরতে।

জনাব জিন্নুরাইন জায়গীরদার পেশায় একজন চিকিৎসক। তিনি বর্তমানে অ্যানেসথেশিয়া এবং ইন্টেনসিভ কেয়ারে কন্সাল্ট্যান্ট হিসেবে নিযুক্ত রয়েছেন। এছাড়াও যুক্ত আছেন সামাজিক কার্যক্রমে। তিনি আয়ারল্যান্ডের কেন্দ্রীয় সংঘটন, অল বাংলাদেশি এ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নির্বাচিত সভাপতি। লেখালেখিতেও জনাব জায়গীরদার পারদর্শী। নিয়মিত লিখে যাচ্ছেন এবং উপহার দিচ্ছেন অসাধারণ সব গ্রন্থ।

গুনি এই কবির জন্য রইল শুভেচ্ছা। আরও বই উপহার দিন এই প্রত্যাশা করি। ডানা মেলে আরও দূরে উড়ে বেড়ান, এই শুভকামনা রইল।


অধ্যাপক জাকিয়া রহমানের দুটি একক গ্রন্থ প্রকাশ পাচ্ছে ।

১) জাগতিক প্রকাশনি থেকে প্রকাশিত হওয়া প্রথম কাব্যগ্রন্থ ‘স্বপ্নের আঙিনা’ এর মূল বক্তব্য:
আশাই মানব জীবনের চালক আর সেটা স্বপ্ন থেকে উদ্বুদ্ধ, স্বপ্ন ভেঙে যায় তবুও মানুষ স্বপ্ন দেখে। এমনি হাজার হাজার স্বপ্ন মানুষের মানস-আঙিনায় জন্মায় আর উধাও হয়ে যায়। কোন কোন স্বপ্ন আশার সীবন মনে গভীরভাবে খচিত করে দেয় অনুভব। সে অনুভূতি মনের মাঝে অনুবিদ্ধ হয়ে রয় চিরকাল। স্বপ্ন আশার বৃক্ষ অনেকের জীবনে শাখার পল্লবে ভরে ওঠে তবুও মানুষের জীবনে কিছু না পাওয়ার বা হারানোর
ব্যথা পূর্ণ প্রাপ্তি ফল কখনোই ফলায় না। এই সব দর্শনকে কেন্দ্র করে কিছু অনুভবের কবিতার আলাপন এই কাব্য গ্রন্থে সমাবেশিত হয়েছে। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন জাকিয়া রহমান নিজেই।
বইটিতে মোট ৯৬ পাতা। বইটি মূল্য ২৫০ টাকায় রকমারিতে পাওয়া যাবে।

২) জাগতিক প্রকাশনি থেকে প্রকাশিত হওয়া জাকিয়া রহমানের আরেকটি ছড়া ও কবিতার বই ‘নীলাম্বরীর ছায়ে’।

এই ছড়া ও কবিতার বই ‘নীলাম্বরীর ছায়ে’ কিশোর ও নবীন তরুণদের জন্য রচিত হলেও আমরাও এদলে যোগদান করতে পারি। বইটি কিশোর ও তরুণদের জন্যে শিক্ষামূলক। বইটিতে ছড়া /কবিতাগুলি পাঁচটি পর্বে বিভক্তঃ
১) মজার ছড়া ২) সামাজিক চেতনা ৩) মানবাধিকার ৪) পরিবেশ সচেতনতা ও ৫) বিজ্ঞান
বইটিতে ভিন্ন ভিন্ন ছড়ার ভিন্ন মানে। যেমন,
‘বিজ্ঞান’ অধ্যায়ের
“বাবা শেখাতেন কত কী!
যেমন বিজ্ঞানের অর্থ,
বলতেন, এ শাস্ত্রে রয়েছে
সব কিছুর মর্মার্থ।
কিভাবে কী হয়,
এই সুন্দর পৃথিবীতে?
যত কিছু হয় পৃথিবী
ছাড়িয়ে দূর মহাশূন্যতে।” ( ছড়ার নাম – বিজ্ঞান কী?)
লেখিকা কেন লিখেছেন এমন ছড়া/কবিতার বই?
লেখিকা জাকিয়া রহমান বলেন,”আমার প্রয়াশ হলো, কিশোরকিশোরী ও কম বয়স্ক তরুনদের জীবনের বিভিন্ন দিক নিয়ে সচেতন করা। জীবনে শুধু কিভাবে জীবিকা নির্বাহ করতে হবে সেটাই বড় নয়। একটি পূর্ণাঙ্গ জীবন যাপন করতে হলে নিজস্ব পারিপার্শ্বিকতা, প্রকৃতি, সমাজ এবং মানুষের দুঃখ সুখের কথা জানতে হবে।”
এর থেকে ভালো উত্তর আর কিছু নেই।
উপরের বক্তব্য থেকে হয়তো কিছুটা বুঝবেন এই বই লেখার উদ্দেশ্য। নিজেই পড়ে দেখুন না?

আশাই মানব জীবনের চালক আর সেটা স্বপ্ন থেকে উদ্বুদ্ধ, স্বপ্ন ভেঙে যায় তবুও মানুষ স্বপ্ন দেখে। এমনি হাজার হাজার স্বপ্ন মানুষের মানস-আঙিনায় জন্মায় আর উধাও হয়ে যায়। কোন কোন স্বপ্ন আশার সীবন মনে গভীরভাবে খচিত করে দেয় অনুভব। সে অনুভূতি মনের মাঝে অনুবিদ্ধ হয়ে রয় চিরকাল। স্বপ্ন আশার বৃক্ষ অনেকের জীবনে শাখার পল্লবে ভরে ওঠে তবুও মানুষের জীবনে কিছু না পাওয়ার বা হারানোর ব্যথা পূর্ণ প্রাপ্তি ফল কখনোই ফলায় না …

এই সব দর্শনকে কেন্দ্র করে কিছু অনুভবের কবিতার আলাপন এই কাব্য গ্রন্থে সমাবেশিত হয়েছে।

আমাদের সবার প্রিয় সময় টিভির আয়ারল্যান্ড প্রতিনিধি সৈয়দ জুয়েল এর লেখা প্রথম কাব্যগ্রন্থ- নিশ্বাসে শুষে নেয়া ঘ্রাণ বইটি সপ্তর্ষি প্রকাশনীর ৬৮ নং প্যাভিলিয়ন থেকে সংগ্রহ করতে পারবেন। তাঁর সুমধুর কণ্ঠের পাশাপাশি যে কলমও কম যায় না, তারই সাক্ষ্যস্বরূপ নিয়ে আসতেছেন তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘’নিঃশ্বাসে শুষে নেয়া ঘ্রাণ’’। বইটি আসন্ন অমর একুশে বইমেলায় সপ্তর্ষি প্রকাশনী থেকে প্রকাশিত হবে।

’নিঃশ্বাসে শুষে নেয়া ঘ্রাণ’’ বইটি মিশ্র কবিতা দ্বারা সমৃদ্ধ। সর্বমোট ৯৫ টি কবিতায় অলংকৃত হয়েছে বইটি। লেখক জানান, সব ধরনের পাঠকের কথা ভেবে বইটি লেখা। বইটিতে যেমন রয়েছে ছন্দময় কবিতা, তেমনি রয়েছে ছন্দহীন কবিতাও।

জনাব মেহেদী হাসানের অমর একুশে বইমেলা ২০২৪ সালে তিনি নিয়ে আসতেছেন প্রায় ছয়শত পৃষ্ঠা সম্বলিত অতিধীর্ঘ একটি বই। রোমান্টিকতা, মাতৃত্ব, বন্ধুত্ব, দেশপ্রেমের মিশ্রণে মিশ্রিত এই বইয়ের নাম হচ্ছে ‘’প্রনায়ন’’। প্রেম, জীবন, বন্ধুত্ব ও মাতৃত্ব নিয়ে লেখা বইটি জনাব মেহেদী হাসানের বহুমাত্রিক লিখনির প্রতিচ্ছবি।

বইটি ইতিমধ্যে অনলাইন ফ্লাটফর্মে পাওয়া যাচ্ছে এবং বইটি অলংকৃত করবে অনন্যা প্রকাশনীর প্যাভিলিয়নকে আসন্ন অমর একুশে বইমেলায়।

ওমর ফারুক (নিউটন) দীর্ঘদিন থেকে লেখালেখির সাথে জড়িত। সামাজিক মাধ্যম, ব্লগ, পত্রপত্রিকায় বহুদিন থেকেই তাঁর লেখালেখির কার্যক্রম চালিয়ে আসছেন। আইরিশ বাংলা টাইমসের মোটামুটি প্রারম্ভ থেকেই আপনাদেরকে উপহার দিয়ে এসেছেন তাঁর লেখনী।

যদিও জনাব ওমর ফারুক (নিউটন) এর প্রবন্ধ, খবর ও বিভিন্ন ধরণের আর্টিক্যালে আপনার অভ্যস্ত, কিন্তু এই বই হচ্ছে তার ব্যতিক্রম। তিনি আপনাদেরকে চমক দেখিয়ে নিয়ে আসতেছেন কবিতার বই। তাঁর অল্পসংখ্যক কবিতা হয়ত আপনারা সামাজিক মাধ্যম ও আইরিশ বাংলা টাইমসের পোর্টালে পড়েছেন, কিন্তু তাঁর লিখিত বহুলাংশ কবিতাই থাকবে তাঁর এই বইতে।

আয়ারল্যান্ডের লিমেরিকে বসবাসরত সাজেদুল চৌধুরী রুবেল এর আরও একটি কবিতার বই শিশির ঝড়া কবিতা প্রকাশিত হচ্ছে একুশের বই মেলায়। চৈতন্য প্রকাশনীর ১০৫ ও ১০৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

SHARE THIS ARTICLE