
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ওমানের বেশকিছু শহরের ফুটপাতে দোকান বসানোর দায়ে বেশকয়েকজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দেশটির আল সিব ও মাওয়ালাসহ বেশকিছু বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া প্রবাসীরা ওমানের শ্রম আইন ভঙ্গ করেছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
পুলিশের ভাষ্য, পরিবেশের জন্য হুমকি, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি এবং শহরের সৌন্দর্য নষ্টের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সকল দোকানির পণ্য বাজেয়াপ্ত করা হয়।

এ বিষয়ে মাস্কাট পৌরসভা জানিয়েছে, স্বাস্থ্যসম্মত এবং দূষণমুক্ত খাবার ভোক্তাদের কাছে পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। তাই রাস্তাঘাটে অবৈধ দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে। পৌরসভার মতে, পথের বিক্রেতাদের বিক্রিত পণ্যের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশগত ক্ষতি হচ্ছে। এছাড়া শহরের নান্দনিকতাও নষ্ট করা হয়। তাই সকল প্রবাসী ও নাগরিকদের আইন মেনে চলতে আহ্বান জানিয়েছে পৌরসভা।TweetShareSharePin



