ওমানে বিনিয়োগ করলেই ১০ বছরের রেসিডেন্সি পারমিট

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃবিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদে রেসিডেন্সি পারমিট দেবে ওমান সরকার। দেশটির শিল্প, বাণিজ্য, ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর খালিজ টাইমসের।

বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওমানে বিনিয়োগ উন্মুক্ত। বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি রেসিডেন্সি পারমিট দেয়া হবে। প্রাথমিকভাবে যেটির মেয়াদ ধরা হয়েছে ৫ থেকে ১০ বছর। আবার সেটিও শর্তসাপেক্ষে বাড়ানোর সুযোগ থাকবে। আসছে সেপ্টেম্বর থেকেই বিদেশি বিনিয়োগকারীরা ওমানে বিনিয়োগ করতে পারবেন।

ওমানের রাষ্ট্রীয় মিডিয়ার মাধ্যমে বুধবার এসব তথ্য জানানো হয়েছে।

২০২০ সালের ওমান সরকারের হিসাব অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪২ভাগ বিদেশি। দেশটির জনগণের জন্য জন্য অধিকহারে কর্মের সুযোগ করে দিতে এরই মধ্যে জাতীয় পলিসি নির্ধারণ করা হয়েছে। এর আওতায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগে সবধরণের সুযোগ সুবিধা দিয়ে আসছে ওমান সরকার।

SHARE THIS ARTICLE