কক্সবাজারে ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কক্সবাজার উপকূলে ভেসে আসা একটি ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সকালে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সাগরের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে লাশগুলো রোহিঙ্গাদের।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রলার থেকে ১০টি লাশ উদ্ধার করে।

কক্সবাজারে ভেসে আসা ট্রলারে হাত-পা বাঁধা ১০ মরদেহ

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, ২-৩ সপ্তাহ আগে সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে। পরে ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে এ পর্যন্ত ১০টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলমান আছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মরদেহগুলো প্রায় গলে গেছে, তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। মরদেহগুলো কোথা থেকে, কীভাবে এসেছে তা এখানো জানা যায়নি।

SHARE THIS ARTICLE