করাচির পুলিশ সদর দপ্তরে বন্দুকধারীর হামলা, নিহত ৯

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির পুলিশ সদর দপ্তরে বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে পাঁচজন সন্ত্রাসী। এছাড়া পুলিশ ও রেঞ্জার্স সদস্যসহ আরও চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। খবর জিও নিউজের।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০মিনিটে করাচির শারিয়া ফয়সাল এলাকায় পুলিশ সদর দপ্তরে হামলা চালায় বন্দুকধারীরা। এরপর প্রায় চার ঘণ্টার অভিযান চালিয়ে পাঁচতলা ভবনটি জঙ্গিমুক্ত ঘোষণা পুলিশ ও রেঞ্জারস সদস্যরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করলে তিন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। এ ছাড়া দুজন গুলিতে নিহত হয়েছেন। হামলার ঘটনায় রেঞ্জারস (সীমান্তরক্ষী) ও পুলিশ সদস্যসহ চার জন নিহত হয়েছেন। আহত হন ১৮ জন। প্রায় চার ঘণ্টার অভিযানের পর শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর জঙ্গিমুক্ত ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জিও নিউজকে বলেছেন, হামলাকারীরা পুলিশের ইউনিফর্ম পরে অফিসে প্রবেশ করেছিল।

করাচির পুলিশ সদর দপ্তরে বন্দুকধারীর হামলা, নিহত ৯ - প্রবাস জার্নাল |  Probash Journal

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, ‘হামলার সময় পুলিশপ্রধান করাচিতে ছিলেন না। পুলিশ সদর দপ্তরের আশপাশে বেশ কয়েকটি ভবন পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা থাকতেন।’

এদিকে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি। বিবিসি সংবাদদাতারা বলছেন, হামলার পর সেখানে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, এবং সম্ভবত গ্রেনেডের একাধিক বিস্ফোরণ হয়েছে।

সংঘের্ষের সময় পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা কর্মীরা বাতি নিভিয়ে দিয়েছিলেন এবং ভেতরে ঢোকার দরোজা অবরুদ্ধ করে দেন। বিবিসির উর্দু বিভাগ জানিয়েছে, করাচির পুলিশের সদর দপ্তর শহরের শারায় ফয়সাল রোডে অবস্থিত।

এ ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে জানান, শুধু শোকপ্রকাশ নয়, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।Tweet

SHARE THIS ARTICLE