করোনার ভ্যাকসিন নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ফাইজারের আবিষ্কার করা করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। নবনির্বাচিত প্রেসিডেন্টের ভ্যাকসিন গ্রহণের এ দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সব আমেরিকানকে পর্যাপ্ত ভ্যাকসিন থাকার কথা নিশ্চিত করেন। একই সঙ্গে সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বানও জানান।

এদিকে করোনাভাইরাসে সংক্রমণ, মৃত্যু, সুস্থতার সংখ্যা পরিসংখ্যান সংগ্রহকারী ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এ ভাইরাসে মারা গেছেন ১৭ লাখ ৮ হাজার ৮৩৭ জন। আর মোট আক্রান্ত হয়েছেন সাত কোটি ৭৭ লাখ ১৩ হাজার ৩৬৫ জন। স্বস্তির খবর যে, এরই মধ্যে ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৯৪৯ জন।

অন্যদিকে ওয়েবসাইটটির তথ্যানুযায়ী করোনা সংক্রমণের পর মৃত্যুর হিসাবে বিশ্বের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন তিন লাখ ২৬ হাজার ৭৭২ জন। মোট সংক্রমিত হয়েছেন এক কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৭১৬ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এক কোটি ৮০ লাখ ২ হাজার ৪৯৬ জন।

SHARE THIS ARTICLE