
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ব্রিটেনের রাণী এলিজাবেথ কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। আজ রোববার রাণীর কভিড-১৯’র পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। প্রাসাদ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তার সার্বিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকের সব পরামর্শ মেনে চলা হচ্ছে।
বর্তমানে রাণীর শরীরে কভিডের মৃদু উপসর্গ রয়েছে। তবে কভিডে আক্রান্ত হলেও আগামী সপ্তাহে যেসব কাজ তার করার কথা ছিল সেগুলো প্রাসাদে থেকেই তিনি চালিয়ে যেতে পারবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য ৯৫ বছর বয়সী রাণী এলিজাবেথ করোনা প্রতিরোধী সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন।
দুই সপ্তাহ আগে ব্রিটিশ সিংহাসনের ৭০ বছর পূর্ণ করেছেন ব্রিটিশ রাণী। গত সপ্তাহেই প্রাসাদের কর্মীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছিলেন যে, আজকাল খুব বেশি নড়াচড়া করতে পারেন না তিনি। এর আগে গত বছরের অক্টোবরে অসুস্থতার কারণে হাসপাতালে এক রাত ভর্তিও ছিলেন তিনি। এমন অবস্থায় তার কভিড আক্রান্তের খবর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ব্রিটিশ সিংহাসনের সর্বোচ্চ সময় অতিবাহিত করছেন রাণী এলিজাবেথ। ১০৬৬ সাল থেকে রাজবংশের আর কোনো ব্যক্তি এত দীর্ঘকাল ক্ষমতায় থাকেননি।