আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (৬ জুন) রাতে নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সারওয়ার আলম।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের পর থেকে সারওয়ার আলম সঙ্গরোধ নিশ্চিত, সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক, গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এছাড়া রমজানে বেশ কয়েকটি ভেজাল বিরোধী অভিযানও পরিচালনা করেন।