করোনায় স্কুল খুলে বিপদে জার্মানি।

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ স্কুল খুলে দেওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে অন্তত ৪১টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে জার্মানির রাজধানী বার্লিনে। রাজধানীর কয়েক শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক কোয়ারান্টিনে রয়েছেন। গত শুক্রবারে বার্লিনভিত্তিক সংবাদমাধ্যম বার্লিনার জেইতুংর প্রতিবেদনে এ পরিসংখ্যান প্রকাশ পায়।

পরে বার্লিন নগর শিক্ষা কর্তৃপক্ষ সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এই পরিসংখ্যান নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, বার্লিনে ৮২৫টি স্কুল রয়েছে। সেখানকার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং ট্রেড স্কুল সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্লিনে স্কুল পুনরায় খোলার বিষয়টি নিয়ে বিতর্ক চলছিল। বিশেষজ্ঞরা অনেকে স্কুল খুললে করোনার ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু জার্মান সরকার স্কুল খোলার বিষয়টিকে অগ্রাধিকারের শীর্ষে রেখেছিল।

SHARE THIS ARTICLE