করোনা আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার তার কারোনা পজিটিভ আসে। এরপর তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করা হয়েছে। তার সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

SHARE THIS ARTICLE