অতীত
ঈদ মানে কল্যাণময় আনন্দ
ঈদ মানে স্বজন আর বন্ধুদের মিলনমেলা
ঈদ মানে কোলাকুলি, করমর্দন
ঈদ মানে নাড়ির টানে, নীড়ে ফেরা
ঈদ মানে গ্রামে গিয়ে মা-বাবার সাথে একত্র হওয়া
ঈদ মানে নূতন জামা কাপড় পরা
ঈদ মানে সবাই মিলে ভূরিভোজ করা
এসবই আজ হয়েছে অতীত সভ্যতার পারা।
বর্তমান
এবারের ঈদ এনেছে নূতন আবহ
ঘরে থেকে উদযাপন করো নির্মোহ
কোলাকুলি করমর্দন বর্জন করো বিগ্রহ
নিরাপদ দূরত্ব বজায় রাখো নিগ্রহ
নিজেকে সুস্থ রাখো, সচেতন হও মানুষ
এবারের ঈদে মানুষ বড় অসহায় ফানুস
যারা সুস্থ আছো তারা ভাগ্যবান
যারা বেচে আছো তারাই বর্তমান
তারাই পেয়েছ নির্বান।
হে মুমিন মুসলমান,
এবারে ঈদ ঘরে থেকে উদযাপন করো
সুরক্ষার পতাকা তোমার নিজ হাতে ধরো
তুমি সুরক্ষিত থাকলে সুরক্ষিত থাকবে পরিবার
সুরক্ষিত থাকবে প্রতিবেশী, সমাজ
সুরক্ষিত থাকবে দেশ, বিশ্ব সভ্যতা আজ
নিজের সুরক্ষার পতাকা হাতে নিতে হবে নিজেকেই
রাষ্ট্র-সমাজ দণ্ড হাতে ঠায় দাঁড়িয়ে দেখবে সহজেই
এ সংগ্রামে, কে বেচে থাকবে আর কে হারিয়ে যাবে নিমেষেই
তোমার সুমুখে আজ দাঁড়িয়ে, সেই মহামান্য করোনা ভাইরাস
বাঁচতে হবে তার কাছ থেকে, মরিয়া হয়ে, হয়ে যাও সিরিয়াস
সচেতন হয়ে বাঁচাতে হবে নিজেকে, পরিবার, সমাজ আর দেশকে।