করোনা পরিস্থিতি জটিল হচ্ছেঃ আয়ারল্যান্ডে রেকর্ড সংক্রমন, যুক্তরাজ্যে পূর্নাংগ লক ডাউন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের ন্যাশনাল পাবলিক হেলথ ইমার্জেন্সি টিম (নেফেট) সূত্রে জানানো হয়েছে যে, গতকাল ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে আরও ছয়জন মৃত্যু বরন করেছেন আর আক্রান্ত হয়েছেন ৬,১১০ জন। এনিয়ে মহামারীর কারণে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২,২৬৫ এবং সর্বমোট আক্রান্তের সংখ্যা এসে দাঁড়ালো ১০৭, ৯৯৭। একদিনে আক্রান্তের এই সংখ্যা সমগ্র মহামারী কালের সর্বোচ্চ। 

গতকাল সোমবার বিকেল পর্য্যন্ত আইসিইউতে ৭০ জন সহ হাসপাতালে ৭৭৬ জন কোভিড রোগী ছিলেন। গত ২৪ ঘন্টায় আরও ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সন্ধ্যার নেফেটের ব্রিফিং এ উপস্থাপনা করা মডেলিংয়ের অনুমান অনুযায়ী, জানুয়ারির মাঝামাঝি নাগাদ আইসিইউতে ২০০-৪০০ সহ হাসপাতালে ১,৫০০-২০০০ রোগীর স্থান সংকুলানের “সম্ভাবনা” দেখা দিতে পারে।

নেফেট মহামারী সংক্রান্ত মডেলিং উপদেষ্টা কমিটির  চেয়ারম্যান অধ্যাপক ফিলিপ নোলান সতর্ক করে দিয়ে বলেছেন যে, প্রত্যেকে বর্তমান বিধিনিষেধকে মান্য না করলে এই পরিস্থিতি তৈরি হবে। তিনি বলেন, বিগত ১৪ দিনের রোগের প্রকোপ প্রতি ১০০,০০০ লোকের মধ্যে ৫৮৩, তবে বিলম্বিত ফলাফলের বিষয়টি বিবেচনা করোলে প্রকৃত হার প্রায় ৭০০-৮০০ হবে বলে তিনি মনে করেন। মহামারির প্রথম ঢেউয়ের সময়ের ৬০০/১০০,০০০ চেয়ে বর্তমানে এই রোগের প্রকোপ বেশী। 

কোভিড-১৯ বিস্তার দ্রুত বেড়ে যাবার কারণে সরকার জানুয়ারীর শেষ অবধি স্কুল বন্ধ রাখার প্রস্তাব বিবেচনা করছে। কোভিড-১৯ মন্ত্রিপরিষদ উপ-কমিটি মঙ্গলবার বিকেলে এই বিষয়ে আলোচনা করতে বৈঠক করবে এবং বুধবার মন্ত্রী পরিষদের বৈঠকে এব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে যুক্তরাজ্যে মহামারি পরিস্থিতি নাজুক হয়ে পড়ার কারণে সমগ্র যুক্তরাজ্য জুড়ে ৫ম স্তরের পূর্ণ লক ডাউনের ঘোষণা দিল্যেছে প্রধানমন্ত্রী বরিস জনসন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে রেকর্ড সংক্রমণের সংখ্যা ৫৮, ৭৮৪ এবং একদিনে মৃতের সংখ্যা ৪০৭ জন। এই লক ডাউনের ঘোষণা ন্যুনতম আগামী ৭ সপ্তাহ অর্থাৎ আগামী ২২শে ফেব্রুয়ারি পর্য্যন্ত বলবত থাকবে। এদিকে মাত্র একদিন স্কুল খোলা রাখার পর আজ থেকে সমগ্র স্কুল পুনরায় বন্ধ করে দিয়ে অন্য লাইনে পড়ালিখা চালিয়ে যাবার সিদ্ধান্ত প্রকাশিত হয়। সমস্ত অত্যাবশ্যকীয় নয় এমন সকল দোকান পাট বন্ধ থাকবে এবং প্রতিদিন একবার শুধুমাত্র ব্যায়মের জন্য বাহিরে যাওয়া যাবে অন্যথায় সকল নাগরিককে বাধ্যতামূলক গৃহেই থাকার নির্দেশ জারী করা হয়েছে।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নূতন সংক্রমিতের সংখ্যা দেখানো হয়েছে ৯০৭ জন আর মৃতের সংখ্যা দেখানো হয়েছে ২৪ জন। এনিয়ে দেশে সর্বমোট আনুষ্ঠানিক আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১৬, ৯২৯ জন আর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৬৫০ জনে।

তথ্যসূত্রঃ বি বি সি, আর টি ই , আইরিশ টাইমস,

SHARE THIS ARTICLE