কাউন্টি ম্যায়ো ও গলওয়ে তরুণ দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত (ভিডিও)

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ২০শে মার্চ ২০২২ রবিবার, কাউন্টী ম্যায়ো, কেসেলবারের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্থানীয় মিশেল ক্লাব মাঠে কাউন্টী ম্যায়ো এবং কাউন্টী গলওয়েতে বসবাসকারী বাংলাদেশী তরুণ দলের মধ্যে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

সৌহার্দপূর্ন পরিবেশে, প্রতিদ্বন্দিতাপূর্ন এই খেলায় দুটি কাউন্টীর নারী পুরুষরা উপস্থিত থেকে তরুণদের উৎসাহিত করেন এবং এই খেলা উপভোগ করেন। খেলায় কাউন্টী ম্যায়ো, গলওয়ে দলের বিরুদ্ধে ২-১ গোলের ব্যাবধানে বিজয় অর্জন করে। কাউন্টী ম্যায়োর পক্ষ থেকে গোল করেন এস এম সিয়াম হক এবং  ইব্রাহিম মুমিন চৌধুরী। গলওয়ে দলের পক্ষে একমাত্র গোল করেন মাহির আলম। খেলায় ম্যান অফ দা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন গলওয়ে দলের রুহুল আলম। ম্যেয়ো দলের পক্ষ থেকে দলের ক্যাপ্টেন মাহি তানজিম বিজয়ীর ক্রেস্ট গ্রহণ করেন এবং গলওয়ে দলের পক্ষ থেকে ছিলেন ক্যাপ্টেন রিমন আব্দুল। অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করেন সর্বজনাব জাহিদ মুমিন চৌধুরী এবং আব্দুর রহিম।

 

ম্যায়ো দলের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন সাদাফ হক, ইনান মান্নান, সাবির বিল্লাহ, আল মাহি গাজি, আরিয়ান উদ্দিন, মাহি তামজিন, আল আমিন মাহরেজ, মুঙা ইসলাম, সায়েম হক, ইব্রাহিম চৌধুরী, ইউসুফ আল হামেদ, আবু সালেহ বিল্লাহ ও আবুল হাসিফ খান।

গলওয়ে দলের পক্ষে ছিলেন, রিমন আব্দুল, মাহিন খান, সাবিত আহমেদ, কাম খান, রাহানুর, তফু, রুহুল আলম, অভি ইসলাম, ইরফান তালেব, মাহির আলম, তারিফ ইসলাম, বাপ্পি ইসলাম, রেজাল আব্দুর, রাহমিন ইসলাম, সামির হোসেন, আব্দুর রহিম জাহিদ ও তামিম বশীর। 

ম্যায়োর টিম ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টীতে বেড়ে উঠা তরুণ প্রজন্মের মধ্যে এই ধরনের প্রীতি খেলা তরুণদের মধ্যে পরিচয় এবং যোগাযোগের মাধ্যম হবে। খেলায় উপস্থিত দর্শকরাও একই সাথে খেলা উপভোগ করে নিজেদের মধ্যে সৌহার্দ এবং ভ্রাতৃত্ত্ববোধ বৃদ্ধির সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে এই ধরনের আরও খেলা আয়োজনের উপর তিনি গুরুত্ব প্রদান করেন। 

গলওয়ে দলের ক্যাপ্টেন এবং ম্যানেজার রিমন আব্দুল বলেন এই খেলা তাকে উদ্দীপ্ত করেছে। গলওয়ে দলের প্রস্তুতি অসম্পুর্ন থাকায় খেলায় তারা আশানুরূপ ফলাফল দেখাতে পারেন নী। তিনি আশা করেন ভবিষ্যতে প্রতিটি কাউন্টিতে এধরনের খেলা আয়োজন করা হলে বিভিন্ন কাউন্টিতে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে পরিচয় এবং বন্ধুত্বের বন্ধন সৃষ্টি হবে। তিনি তরুণ প্রজন্মের সাথে বয়স্কদের সেতুবন্ধন তৈরির জন্য মাঝে মাঝে খেলাধুলার আয়োজন গুরুত্বপুর্ন বলে মত প্রকাশ করেন।

খেলার মাঠে দর্শকদের মধ্যে সর্বজনাব এ জেড এম জুবায়েদুল হক সুহেল, মোহাম্মেদ জহিরুল হক, মোহাম্মেদ শামসুদ্দিন, মোহাম্মেদ হুমায়ুন কবির, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ সুলতান আহমেদ, জাহিদ মুমিন চৌধুরী, মোহাম্মাদ আব্দুর রাজীব, মোহাম্মদ মামুন, সৈয়দ জুয়েল সহ অন্যান্যরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং তরুনদের উৎসাহ যোগান।

সময় টিভির প্রতিনিধি সৈয়দ জুয়েলের পাঠানো সংবাদ সময় টি ভি এবং এন টি ভি থেকে প্রচার করা হয়।

কাউন্টি ম্যায়োর ঢাকা তন্দুরি রেস্টুরেন্টের পক্ষ থেকে সকলের জন্য খাবার দাবারের আয়োজন করা হয়। 

SHARE THIS ARTICLE