কারফিউ ভেঙে যুক্তরাষ্ট্রে জ্বলছে বিক্ষোভের আগুন।ট্রাম্প প্রশাসন দিশেহারা

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ কৃষ্ণাঙ্গ মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। বিভিন্ন শহরে কারফিউ জারি করেও দমানো যায়নি বিক্ষোভকারীদের।

পরিস্থিতি মোকাবিলায় কারফিউ জারি করা হলেও করোনাকালীন এই সময়ে কারফিউ উপেক্ষা করে জনগণ বিক্ষোভ অব্যাহত রেখেছে।

ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও টেক্সাসের ফোর্ট ওর্থসহ বহু জায়গায় কারফিউ ভেঙে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।

অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন। এ ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

এদিকে বিক্ষোভ চলাকালে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস পুলিশের প্রধান ডেভিড ডর্নকে গুলি করে হত্যা করে দুবৃত্তরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, লুটপাটকারীরা ডর্নকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে।

গতকাল মঙ্গলবার (২ জুন) সেইন্ট লুইসের লুটকৃত একটি দোকানের সামনে ডর্নের মৃতদেহ পাওয়া যায়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে বিক্ষোভের ফলে দেশটিতে দ্বিতীয় দফায় ভাইরাসের প্রকোপ দেখা দিতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।

বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর, শহরের মেয়র এবং সরকারি স্বাস্থ্যসেবা কর্মকর্তারা এ নিয়ে উদ্বিগ্ন।

SHARE THIS ARTICLE