
কারাগার
— মজুমদার শাহীন
খোলা জানালায় দেখি – ভিতর বাহির
দূর অন্ধকার গিলে খায় জানালার রোদ;
যদিও মনে হয় – উন্মুক্ত চারপাশ ,
শূন্যতার ভিতর আরও শূন্যতার পরিহাস।
মননদী দুরন্ত স্রোতজল; সমাজের বন্ধন
মনের শিকল ; নিষেধের বেড়া জালে ডুবে
যায় নরম তুল তুলে হৃদয় –
ভিতরে জল – আলো – মাটির কামে আর
আগুনের তাপে , ঘাম এবং ঘুমের বিস্ফোরন হয় ।
আসলে কেউ স্বাধীন নয়-
মানুষের ভিতর আপন কারাগার
নিজের হাতে গড়া হয়।
সংসার – ধর্ম – সমাজ চারপাশে বসবাস ,
এরই মাঝে গড়ে উঠে মানব কারাগার ।
২০/০২/২০২১