কার মুক্তি? কিসের মুক্তি?
এ,কে,আজাদ ১৬/১২/২০২০ইং
আমি বিজয় দেখিনি,
জন্মেই শুনেছি আমরা স্বাধীন।
অনুভূতিটা সবসময় শিহরণ জাগাতো,
আমরা নইকো কারো অধীন।
তাইতো সবসময় ভাবতাম,
আমাদের কেউ কিছু বলার নেই,
স্বাধীনতার পুরো অর্থ পাল্টে গেল
বড় হলাম যেই।
স্পষ্ট কতগুলো প্রশ্ন
খুজে বেড়ায় যুক্তি,
আমরা না’কি- মুক্তি এনেছি!”
কিন্তু কোন মুক্তি? কার মুক্তি? কিসের মুক্তি?
বোধহয় বীরসেনারা জীবন দিয়ে শহীদ হয়ে
হয়েছে পরাধীনতার শৃঙ্খল মুক্ত,
দারিদ্র্য থেকে, পার্থিব সকল যন্ত্রণা থেকে
তারা আজ উম্মুক্ত।
হায়রে স্বাধীনতা!
সাম্রাজ্যবাদের নিষ্পেষণে আমরা আজ নিঃস্ব,
তবে ওরা মজা করে ‘উন্নয়নশীল’ বলে
আমরা এখনো তৃতীয় বিশ্ব।
রক্ত কি আবার দিতে হবে?
সত্যি কি সেদিন এসেছিলে তুমি,
আর কত মায়ের সম্ভ্রম খোয়ানোর দুঃস্বপ্ন হবে
এই প্রশ্নে বারবার মূহ্যমান হই আমি।
‘স্বাধীনতার মানে যখন নতুন একটি ভূ-খন্ড নয়
একটি পতাকা নয়, তখন, এ কেমন নিরবতা?
চাই না কোন লাশ আর ধর্ষিতা বোনের করুণ চিৎকার
শুধু স্বাধীনতা চাই; কাঙ্খিত স্বাধীনতা।