কিম জং উনঃ জনসমক্ষে এলেন নূতন গঠনে

কিম জং উন আগে এবং এখন

আইরিশ বাংলা পোস্ট ডেস্কঃ উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন গত বুধবার দেশটির সেনাবাহিনীর এক প্যারেডে অংশগ্রহণ অংশগ্রহণ করেছেন নূতন গঠনে, যা বিশ্বে আবারো চমক সৃষ্টি করেছে। আধুনিক বিশ্বে যতজন রাষ্ট্র শাসক আছেন তারমধ্যে কিম জং উন কথা বার্তায়, আচার আচরণে অনন্য। চমক সৃষ্টি করতে তিনি কার্পন্য করে না। কখনো তিনি বিশ্ববাসীকে আনন্দ দেন কখনোবা দেন চাপ। একবার তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভিমরতিগ্রস্থ (DOTARD) আখ্যায়িত করেছিলেন।

২০১২ সালে, তার বাবার মৃত্যুর পর মদ্যপান এবং পার্টি করার জন্য মর্টার দিয়ে সাবেক সেনা ভাইস মন্ত্রীকে হত্যা করেছিলেন বলে গুঞ্জন রয়েছে। ২০১৩ সালে তার চাচা জ্যাং সং থাইককে নগ্ন করে ১২০ টি অনাহারী কুকুরকে দিয়ে খাইয়েছিলেন। ২০১৪ সালে একজন উপমন্ত্রীকে আগুণের গোলক নিক্ষেপ করে হত্যা করেছিলেন। ২০১৫ সালে আরেক মন্ত্রীকে শত শত দর্শকের সামনে বিমান বিধ্বংসী কামানের গোলায় হত্যা করেছিলেন। কি ভয়াবহ! 

এরকম এক অনন্য স্বৈরশাসক এবার এসেছেন নূতন গঠনে। টেলিভিশনে সবাই কিমকে দেখে অবাক হয়েছেন। নাদুস নুদুস চেহারার আগের কিমকে অনেকটা পাতলা লাগছে, শুকিয়ে গিয়েছেন অনেকখানি। বদলেছে তার চুলের ধরনও।

North Korea leader Kim Jong Un (R) attends a paramilitary parade held to mark the 73rd founding anniversary of the republic at Kim Il Sung square in Pyongyang in this undated image supplied by North Korea's Korean Central News Agency on September 9, 2021. KCNA via REUTERS

দীর্ঘদিন পর কোরিয়ার সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন কিম। যদিও অন্য বছরের মতো এ বছরের অনুষ্ঠানে বিশেষ অস্ত্রের প্রদর্শন দেখা যায়নি। কিন্তু কিমের চেহারায় আমূল পরিবর্তন নজর কেড়েছে সকলের। পিয়ং ইয়ংয়ের কিম-২ সাং স্কোয়ারের অনুষ্ঠানে কিমকে দেখা গেছে হালকা ক্রিম রঙের স্যুট পরে সেনাবাহিনীর উদ্দেশ্যে হাত নাড়তে। তবে এদিন কোনও বক্তব্য দেননি তিনি। ঘণ্টাখানেক ধরে মন দিয়ে দেখেন তার বাহিনীর কসরত। 

North Korea leader Kim Jong Un attends a paramilitary parade held to mark the founding anniversary of the republic at Kim Il Sung square in Pyongyang

জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার এক সাংসদ জানিয়েছেন, গত কয়েক মাসে প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন কিম। তার পর প্রথমবার দেখা গেল তাকে। কিমের চেহারার এই পরিবর্তন দেখে অবাক হয়েছেন অনেকেই। সেনাবাহিনীর অনুষ্ঠানে কিমের চুলের ছাঁটও নজর কেড়েছে। নিজের দাদা এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ২ সাং-এর মতো তার চুলের ধরনও নজর এড়ায়নি সকলের।

তথ্যসূত্রঃ স্কাইনিউজ, সিবিএস, গার্ডিয়ান

SHARE THIS ARTICLE