
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ কুমিল্লায় গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দুই যুবকের মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছেন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন।
স্থানীয়রা জানান, গান বাজানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দেবীদ্বার উপজেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের পুত্র সাইফুল (২০) ও রেনু মিয়ার পুত্র ফাহিম (১৯)।
ওসি জানান, দুজনের মরদেহ পুলিশ হেফাজতে আছে। সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি।