
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (পিএএম) বিভিন্ন সেক্টরের মধ্যে জনবল স্থানান্তরের অনুমোদন দিয়েছে। বিশেষ করে সেই সাত সেক্টরে এই অনুমতি দেয়া হয়েছে যা কর্তৃপক্ষ জুলাই মাসে নিষিদ্ধ করেছিল। দৈনিক আল-কাবাস এর বরাত দিয়ে এ খবর দিয়েছে আরবটাইমস অনলাইন।
জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের পরিচালক এবং পিএএম-এর সরকারী মুখপাত্র আসিল আল-মাজেদ ব্যাখ্যা করেছেন যে মার্চ থেকে কর্তৃপক্ষ নিয়োগকর্তা এবং কর্মচারীদের জন্য ওয়ার্ক পারমিট স্থানান্তর করা সহজ করেছে।

এর লক্ষ্য ছিল স্থানীয়ভাবে প্রয়োজনীয় জনশক্তি শ্রমবাজারে সরবরাহ করা। করোনা মহামারীতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির ফলে শ্রমিক সংকট কাটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কাজ বা আবাসিক স্থানান্তরের অনুমতি দেওয়ার সিদ্ধান্তটি শিল্প, কৃষি, কৃষি, মাছ ধরা, সমবায় সমিতি, ইউনিয়ন এবং মুক্ত বাণিজ্য অঞ্চল এলাকাসহ সাত সেক্টরকে অন্তর্ভুক্ত করে।