কেউ ইচ্ছা করে ক্রসফায়ার দিতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বাংলাদেশে বিদ্যমান ব্যবস্থায় কেউ ইচ্ছা করে ক্রসফায়ার বা গুলি  করতে  পারেন না বলে  মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । গতকাল  রাজধানীর কারওয়ান  বাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে  গণমাধ্যমকর্মীদের  প্রশ্নের জবাবে এসব কথা  বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, যুক্তরাষ্ট্র সরকার একটা নিষেধাজ্ঞা দিয়েছে, এ প্রতিবেদন আমার টেবিলে এখনো আসেনি। এটা আমাকে দেখতে হবে, তারা কেন, কীভাবে, কী কারণে এ নিষেধাজ্ঞা দিয়েছে সেটা না দেখে আমি পুরো মন্তব্য করতে পারব না।

ক্রসফায়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে যতগুলোই ঘটনা ঘটেছে সবগুলোর একটা জুডিশিয়ারি ইনকোয়্যারি হয়। একজন ম্যাজিস্ট্রেট সেটা যাচাই করেন যে অ্যাকসিডেন্টটা হলো, তার পেছনে যথাযথ কারণ ছিল কিনা। নাকি গাফিলতি ছিল। আমরা যেখানে কোনো গাফিলতি পাই, সেখানে তার বিরুদ্ধে মামলা চালু হয়ে যায়। আর গাফিলতি না থাকলে সেখানে ক্লোজ হয়। তিনি বলেন, আমাদের সিস্টেম খুব সুন্দর। কাজেই  এ  সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রসফায়ার বা ইচ্ছা করে গুলি করতে পারেন না। এসব ঘটনার পেছনে যথাযথ  কারণ ছিল বলে বিগত দিনে প্রতীয়মান হয়েছে।এসব ঘটনা শুধু আমাদের দেশে নয়, সব দেশেই  চলছে  বা চালু আছে।

উদাহরণ টেনে মন্ত্রী উল্লেখ করেন, আর একটি ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন। কুমিল্লায় প্রকাশ্যে ৮-৯  জন সন্ত্রাসী যেভাবে বন্দুক উঁচু করে গুলি করছিল এদের কাছে যদি নিরাপত্তা বাহিনী গিয়ে বলে যে আপনারা আসেন, এরা কি আসবে? এরা আবার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কাজেই সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করে, তখন আমাদের নিরাপত্তা বাহিনী জীবন রক্ষার্থে হয়তো অনেক সময় গুলি করে। সেটা তার জন্য যুক্তিসংগত ছিল নাকি ছিল না সেটার তদন্ত হচ্ছে।

SHARE THIS ARTICLE