কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশীরা

মহিউদ্দিন পাটোয়ারী লিংকন, ডাবলিন থেকেঃ কোটা সংস্কারের দাবীতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে শুক্রবার বিকেল ৫টায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জিপিও এর সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আয়ারল্যান্ডে বসবাসরত ও দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা।

এসময় সংহতি সমাবেশে যোগ দিতে আসা শিক্ষার্থীরা নানা প্লাকাটে ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন? বিচার চাই বিচার চাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ইত্যাদি স্লোগান স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। এসময় সারাদেশে নিহত সকল শিক্ষার্থীদের হত্যার বিচারও ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনা করেন আগত সকলেই।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা আরো বলেন, দেশজুড়ে এতগুলো তাজা প্রাণ ঝড়ে গেল এটা মেনে নেয়া যায়না। প্রধানমন্ত্রী কাজটা ভাল করেননি। তিনি ছাত্রদের সাথে আলোচনার কথা বলে জনগণের টাকায় পোষা রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়ে একটা নাটক সাজিয়েছেন। ছাত্র জনতা সেটা বুঝে গেছে।

পরিস্থিত সামলাতে ব্যার্থতার পরিচয় দেয়ায় সময় থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহবানও জানান সমাবেশে আসা সকলেই।
দেশে শিক্ষার্থীদের উপর হামলা মামলা, নির্যাতন বন্ধ না হলে গোটা জার্মানিতেই আন্দোলন আরো জোরদার করার ঘোষণা দেন আগত সকলেই।
সংহতি সমাবেশে দেশটিতে বাংলাদেশী ছাত্র-ছাত্রী ছাড়াও দেশটির নানা প্রান্ত থেকে আসা সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন।

SHARE THIS ARTICLE