আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃবৈশ্বিক মহামারি কোভিডের কারণে বিদেশে কাজ হারিয়ে গত গত ১ এপ্রিল থেকে ৩০ আগস্ট পর্যন্ত ২৬টি দেশ থেকে ফিরে এসছেন ৯৫ হাজার ৬২ জন প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি কর্মী দেশে ফিরেছেন। দেশে ফেরা কর্মীদের মধ্যে পুরুষ ৮৮ হাজার ৪০৬ জন। আর নারী কর্মী রয়েছেন ৬ হাজার ৬৫৬ জন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মো. ফখরুল আলম সাংবাদিকদের জানান, বিদেশ ফেরত কর্মীদের মধ্যে বৈশ্বিক মহামারী কোভিডের কারণে কাজ না থাকা, কাজের বা চুক্তির মেয়াদ শেষ হওয়া, আকামা বা ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব প্রবাসী কর্মী দেশে ফিরে এসেছেন।
অনেকে আবার বিভিন্ন মেয়াদে কারাভোগ করে আউটপাশ নিয়েও দেশে ফেরত এসেছেন। ফেরত আসা কর্মীদের অনেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট দেশে ফিরে যেতে পারবেন বলে সূত্র জানিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ না থাকায় সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন ২৯ হাজার ৭১৪ জন কর্মী। এর মধ্যে ২৮ হাজার ২২৯ জন পুরুষ ও ১ হাজার ৪৮৫ জন নারী কর্মী রয়েছেন। সৌদি আরব থেকে ২০ হাজার ৮২৯ জন প্রবাসী কর্মী ফেরত এসেছেন। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৪৮৪ জন। আর নারী কর্মী রয়েছেন ২ হাজার ৩৪৫ জন। সৌদি ফেরত কর্মীদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন মেয়াদে কারাভোগ করে আউটপাশ নিয়ে দেশে ফিরেছেন।