কোভিড মহামারির কারণে বিশ্বব্যাপী আনুষ্ঠানিক মৃতের সংখ্যা ৩০ লক্ষ অতিক্রান্ত হলো

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বিশ্বব্যাপী কোভিড -১৯ এর মৃত্যু ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে, সংক্রমণ ছাড়িয়েছে ১৪ কোটি। বিভিন্ন দেশে দ্রুত টিকা কার্য্যক্রম পরিচালনা করা সত্ত্বেও বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। ভারত এবং ব্রাজিলের মতো দেশ কোভিড-১৯ সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর মিছিলে হাড্ডা হাড্ডি লড়াই করছে।

তুলনা করার জন্য বলা যায়, কোভিডের কারণে ত্রিশ লক্ষ মানুষের মৃত্যু জামাইকা কিংবা আর্মেনিয়ার মতো দেশের সম্পুর্ন জনসংখ্যার চেয়ে  বেশি এমনকি ১৯৮০-১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধের মৃতের চেয়ে এই সংখ্যা তিনগুণ বেশি।

ভারতে কোভিডের নূতন যুগল বিবর্তিত (ডবল মিউটীশন) ধরন ইতিমধ্যে দ্বিতীয় তরঙ্গ সৃষ্টি করে হিংস্র ছোবল হেনেছে। ১৬ই এপ্রিল একদিনে ভারতে ২ লক্ষ ৩৩ হাজার ৯৪৩ জন সংক্রমিত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ১৩৩৮ জন। গতকাল ১৭ই এপ্রিল সংক্রমন ১ লক্ষ ৭৭ হাজার ১৬৮ হলেও মৃত্যু হয়েছে ১৪৯৫ জনের।

ভারতের যুগল বিবর্তিত ধরন যুক্তরাজ্যে এসে পৌঁছেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ৭৭ জনকে এই নূতন ধরনের বিবর্তিত ভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত করা গেছে যুক্তরাজ্যে। 

ব্রাজিলে গত ১৬ই এপ্রিল সংক্রমিত হয়েছে ৭৬ হাজার ২৪৯  আর মৃত্যুবরণ করেছেন  ৩০৭০ জন। 

যদিও ইস্রায়েলের মতো কিছু দেশ ব্যাপক টিকা প্রদান করে উপকৃত হয়েছে। ইসরায়েল ইতিমধ্যে তাদের দেশের ৬০% বেশি প্রাপ্ত বয়স্ক মানুষকে টিকা প্রদান সম্পন্ন করেছে, যার কারণে সংক্রমণ এবং মৃত্যু কমে এসেছে। গতকাল ইসরায়েলে নূতন সংক্রমিতের সংখ্যা ছিল ১৪২ আর মৃত্যুবরণ করেছেন ১৬ জন। 

যুক্তরাজ্যও টিকা  কার্য্যক্রমে অনেকখানি এগিয়েছে, যুক্তরাজ্যে প্রাপ্ত বয়স্কদের ৬২% এর বেশী ইতিমধ্যে প্রথম ডোজ টিকা পেয়ে গেছেন আর প্রায় ১৬% পেয়েছেন দুই ডোজ, যার ফলশ্রুতিতে যুক্তরাজ্যে গতকালের সংক্রমিতের সংখ্যা ছিল ২২০৬ জন আর মৃত্যু হয়েছে ৩৫ জনের, যেখানে যুক্তরাজ্যে মধ্য জানুয়ারিতে এক দিনে সংক্রমণ হচ্ছিল ৬৭০০০ এর বেশি আর মৃত্যু হয়েছিল ১৮০০ জনেরও বেশী।  

তবে বিশ্ব পরিস্থিতি ভিন্ন, সামগ্রিক হিসেবে মহামারি কমে আসার কোন লক্ষণ দেখা যাচ্ছে না: ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী গত বৃহস্পতিবার ১৫ই এপ্রিল বিশ্বজুড়ে ৮,৪৫,৪৬১ নতুন সংক্রমণ দেখা গেছে যা এখনও সবচেয়ে বেশি, এরপরদিন ১৬ই এপ্রিল সংক্রমণের এই সংখ্যা ছিল ৮, ৩০, ৫১৯ আর বিশ্বব্যাপী মৃত্যুর পরিসংখ্যানে ১৫ই এপ্রিল ছিল ১৩,৮৯৬।

পরিসংখ্যান সূত্রঃ ওয়ার্ল্ডোমিটার, সি এন এন 

SHARE THIS ARTICLE