কোভিড সমাচার


আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কোভিড মহামারী নূতন রূপ পরিগ্রহ করছে। দেশে দেশে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। যার কারণে পশ্চিমা কিছু দেশে নূতন করে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। 

লকডাউনঃ ফ্রান্স এবং পোল্যান্ডে নূতন করে লক ডাউন আরোপ করা হয়েছে। এই সপ্তাহের গোঁড়ার দিকে ইটালি বিধিনিষেধ জোরদার করেছে। জার্মানিতে সংক্রমণ বাড়ছে, তাই সরকার জগনগনকে আরও কঠোর বিধি নিষেধ আরোপের সম্ভাবনার কথা জানিয়েছে। বিশ্বের বেশ কিছু দেশে লক ডাউন বিরোধী আন্দোলন জোরদার হয়েছে এর মধ্যে লন্ডন, জার্মানি, ডাবলিন অন্যতম।

টিকাঃ ইতিমধ্যে বিশ্বের ৪০ কোটীরও বেশী মানুষকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে বলে সংবাদে প্রকাশ। টিকা প্রদানে সবচেয়ে অগ্রগামী দেশ হচ্ছে ইসরায়েল। দেশটি তাদের দেশের টার্গেট জনসংখ্যার শতভাগ মানুষকে প্রথম ডোজ দিয়ে দিয়েছে আর প্রায় ৫০% মানুষকে দ্বিতীয় ডোজ প্রদান সম্পন্ন করেছে। সংযুক্ত আরব আমিরাত দিয়েছে প্রায় ৭০% আর যুক্তরাজ্য দিয়েছে ৫০% শতাংশ আর যুক্তরাষ্ট্র প্রায় ২৫% মানুষকে প্রথম ডোজ প্রদান করেছে। 

সংখ্যা হিসেবে যুক্তরাষ্ট্র ১১ কোটীর বেশী মানুষকে টিকা দিয়েছে, এরপর আছে চীন, এই দেশটি সাড়ে ৬ কোটী মানুষকে আর ভারত দিয়েছে প্রায় ৪ কোটী মানুষকে। টিকা প্রদানে ইউরোপিয়ান ইউনিয়ন অনেক পিছনে তারা মাত্র ৮% মানুষকে দিতে পেরেছে। এস্ট্রা জেনেকা টিকা প্রদান কয়েকদিন স্থগিত রেখে পিছিয়ে পড়া দেশের মধ্যে আয়ারল্যান্ড আজ থেকে আবার এস্ট্রা জেনেকা টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশ মাত্র ৩% শতাংশ মানুষকে দিতে পেরেছে।

পাকিস্তানঃ আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সহধর্মিনী দুজনেই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তারা কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে। সংবাদে আরও প্রকাশ ইমরান খান শুধুমাত্র কিছুটা জ্বর এবং কাশিতে ভুগছেন এবং তারা দুজনেই বাসায়ই থাকছেন। ইমরান খান মাত্র দুই দিন আগে চীনের তৈরি “সাইনোফার্ম” টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। পাকিস্তানে শুধুমাত্র সাইনোফার্ম টিকাই দেয়া হচ্ছে।

বাংলাদেশঃ
বাংলাদেশে কোভিড সংক্রমণ আবার বাড়ছে । আজ একদিনে আনুষ্ঠানিক সংক্রমণের সংখ্যা ১,৮৬৮ এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। এনিয়ে দেশে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫,৬৮,৭০৬ আর সর্বমোট মৃতের সংখ্যা ৮,৬৬৮ জন। এদিকে বিভিন্ন হাসপাতালে আবারো বেড সংকট দেখা দিয়েছে, বিশেষ করে ইনটেন্সিভ কেয়ার বেড সংকটে রোগীদের দুর্ভোগ আবার বাড়ছে। বাংলাদেশে এস্ট্রাজেনেকা ভ্যাক্সিন কার্য্যক্রম চলছে এবং ইতিমধ্যে প্রায় ৪৭ লক্ষ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে ইতিমধ্যে বাংলাদেশ ৩ কোটি ডোজ টিকা কিনেছে এবং আরও ৪ কোটী ডোজ কেনার প্রচেষ্ঠা চলছে বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম কোভিডে আক্রান্ত হয়েছেন বলে লাইন ম্যানেজার ডাঃ মিজানুর রহমান প্রকাশ করেছেন। ডাঃ মিজান নিজেও কোভিডে আক্রান্ত তবে উভয়ে নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গিয়েছে।

পদত্যাগ  

ইকুয়েডোরঃ আজ কোভিড ভ্যাক্সিন প্রদানে কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণের ১৯ দিনের মাথায় পদত্যাগ করলেন একুইডোরের স্বাস্থ্য মন্ত্রী রাডোলফো ফার্ডীনান্ড। পদত্যাগপত্রে তিনি অবশ্য ব্যাক্তিগত কারণে পদত্যাগের কথা লিখেছেন। তবে তার বিরুদ্ধে ভ্যাক্সিন প্রদানে ব্যর্থতার অভিযোগ তদন্ত শুরু হয়েছে। তার পূর্বসূরী জুয়ান কার্লোস জেভালোস ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ এখনো তদন্তাধিন এবং তিনি সংসদ থেকে অভিসংশিত হতে পারেন। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ যে, তিনি নিয়ম ভেঙ্গে যে নার্সিং হোমে তার মা বাস করছেন সেই নার্সিং হোমে টিকা দেয়ার সুযোগ তরান্বিত করেছিলেন।

পেরুঃ পেরুর পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেত এস্টেটে কোভিড কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ যে, সাধারণ জনগণের আগে তিনি রাজনীতিবিদদের টিকা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। গত সপ্তাহে দেশটির স্বাস্থ্যমন্ত্রী পিলার মেজেটিও পদত্যাগ করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি দেশটির প্রেসিডেন্ট ভিজেরাকে আগে ভাগে টিকা পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। ভিজেরাকে গত সপ্তাহে “নৈতিকভাবে অক্ষম” বলে ক্ষমতা থেকে অভিসংশিত করা হয়।

আর্জেনটিনাঃ আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী গঞ্জালেস গার্সিয়াকে প্রেসিডেন্ট পদত্যাগের আদেশ দিলে তিনি গতকাল পদত্যাগ পত্র প্রদান করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ যে, তিনি তার এক বন্ধুকে আগে ভাগে টিকা দেবার সুযোগ করে দিয়েছেন।

তথ্যসূত্রঃ ঢাকা ট্রিবিউন, আমাদের সময়, ইন্ডীয়া টুডে, পাকিস্তান নিউজ এজেন্সি, আর্জেন্টিনা নিউজ এজেন্সি, আল জাজিরা, বিবিসি, আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা 

SHARE THIS ARTICLE