কোভিড ১৯: আয়ারল্যান্ডে যে সকল বিধিনিষেধ শিথিল হলো


আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বিশ্বব্যাপী কোভিড মহামারি এখনো চলছে। সংক্রমণ থেমে থাকেনি তবে আয়ারল্যান্ডে প্রতিদিনের সংক্রমিতের সংখ্যা বলা যায় স্থিতিশীল আছে, গতকাল ২৪ ঘণ্টার পরিসংখ্যানে এই সংখ্যা ৩৭৭ জন দেখানো হয়েছে। মৃত্যুর সংখ্যা ১৯ জন দেখানো হয়েছে তবে সাইবার আক্রমণের কারণে এই পরিসংখ্যান প্রতিদিনের নাও হতে পারে। এদিকে  সার্বজনীন টিকা প্রদান কার্য্যক্রম অব্যাহত আছে। তিন দিন আগের দেয়া আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার পরিসংখ্যান অনুযায়ী আয়ারল্যান্ডের প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠীর ১০.৫% মানুষকে ইতিমধ্যে দুটি করে টিকা দেয়া হয়েছে আর ৪০% শতাংশ মানুষকে একটি করে টিকা দেয়া সম্পন্ন করা হয়েছে। 

এই অবস্থায় আয়ারল্যান্ড সরকার ধীরে ধীরে লক ডাউনের নিয়ন্ত্রণ শিথিল করছে। গ্রীস্ম এসে গেছে এই অবস্থায় বিশেষ কিছু শিথিলতা গৃহীত হয়েছে। গতকাল থেকে বহিরাঙ্গনে অনুষ্ঠিত ইভেন্টগুলিতে অংশ নেওয়া লোকের সংখ্যার উপর বিধিনিষেধ আবারো শিথিল হচ্ছে এবং রেস্তোঁরাগুলিতে বহিরঙ্গন পরিষেবা প্রত্যাবর্তন করা হয়েছে।

যে সকল পরিবর্তন কার্য্যকর করা হলোঃ

১। রেস্তোঁরা ও বার গুলিতে আউটডোর (বহিরাংগন) পরিসেবা পুনরায় শুরু করা যাবে। যদিও এই সকল পরিসেবায় নির্ধারিত অর্থের খাবার ক্রয়ের বিধি নিষেধ থাকছেনা তবে অন্যান্য জনস্বাস্থ্য ব্যবস্থা এবং নির্দেশিকাগুলি প্রয়োগের বাধ্যবাধ্যকতা অব্যাহত থাকবে।

14 great places to eat in the sunshine

২। বহিরঙ্গনে সংগঠিত সমাবেশে বেশিরভাগ স্থানের জন্য সর্বাধিক ১০০ জন পর্যন্ত অনুমোদিত হয়েছে। যে সকল জায়গায়  ৫,০০০ জনের ধারণক্ষমতা, সেই সকল জায়গার জন্য এই সংখ্যা ২০০ জন পর্যন্ত অনুমোদন দেয়া হয়েছে।
 

Small Gatherings | CDC

৩। এই সপ্তাহে চারটি পাইলট ইভেন্ট রয়েছে যার মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। আইভিয়া গার্ডেনে অনুষ্ঠিত এই কনসার্টে ৫০০ জন লোক অংশ নিতে পারবে।

Here are all the gigs that you can look forward to in Cork in 2020 - Cork  Beo

৪। সিনেমা ও থিয়েটার আবার শুরু অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া ড্রাইভ-ইন সিনেমা ও ড্রাইভ-ইন বিঙ্গো ইভেন্টগুলি আবারও শুরু করা যাবে।

Cinema and Theatre Seating - Seatorium™ - Expert At Auditorium Seating,  Cinema & Stadium Chairs

৫। টিকা গ্রহণ করেন নি এমন একটি পরিবার টিকা গ্রহণ করেন নি এমন অন্য একটি মাত্র পরিবারকে নিজের ঘরের ভিতরে স্বাগত জানাতে পারবেন।

Protect your Home from COVID-19 | CDC

৬। বিবাহ উদযাপন কিংবা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথির সংখ্যা ২৫ জন পর্যন্ত অনুমোদিত হয়েছে।

৭। আউটডোর স্পোর্টস ম্যাচগুলি আবার শুরু করা যাবে। আগামী শুক্রবার তিনটি পাইলট ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে। আর ডি এস এই খেলা উপভোগ করার জন্য ১২০০ জন, তালা স্টেডিয়ামে ১০০০ জন আর কর্ক শহরের টার্নারস ক্রসে ৬০০ জন পর্যন্ত এই খেলা উপভোগ করতে পারবে।

৮। জিমনাশিয়াম, অবসর কেন্দ্র এবং সুইমিং পুলগুলি কেবল পৃথক প্রশিক্ষণের জন্যই আবার খুলতে পারে। সাঁতারের প্রশিক্ষণ ক্লাসগুলি আবারও শুরু করা যেতে পারে।

৯। থিম পার্ক এবং ফানফেয়ারের মতো আউটডোর বিনোদনগুলি আবার খুলতে পারে।

১০। ড্রাইভার থিওরি টেস্ট আংশিকভাবে শুরু করা হবে। প্রতিমাসে ২৫,০০০ হাজারের মত পরীক্ষা গ্রহণের ব্যাবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে।

তথ্যসূত্রঃ আর টি ই 

SHARE THIS ARTICLE