আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ আয়ারল্যান্ডে কোভিড-১৯ নিয়ে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হলো গতকাল ৯ই জানুয়ারি। রাত ৮ ঘটিকায় শুরু হয়ে অনুষ্ঠান রাত ১১ ঘটিকা পর্য্যন্ত পরিচালিত হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন জনাব হামিদুল নাসির। অনুষ্ঠানটি এস বি টি ভির মাধ্যমে ফেইসবুকে লাইভ স্ট্রিমিং করা হয়। অনুষ্ঠানের শুরুতে ডাঃ জিন্নুরাইন জায়গীরদার এবং ডঃ আরমান রহমান তাদের বক্তব্যে কোভিড-১৯ এর বর্তমান অবস্থান এবং কোভিডের টিকা নিয়ে বিশদ আলোচনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব আব্দুল কাদের সালেহ, ইমাম ও খতিব আল হুদা একাডেমী। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন দেওয়ান আকমল হোসেন এবং খন্দকার কামাল উদ্দিন। আয়ারল্যান্ড থেকে কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন।
প্রশ্নোত্তর পর্বে কোভিডের সংক্রমণ থেকে কি কি পন্থায় সমাজকে রক্ষা করা যায় সেটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কোভিড টিকা নিয়ে মনোজ্ঞ প্রশ্নোত্তর পর্বে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া থেকে শুরু করে টিকার বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত চিকিৎসক এবং বিজ্ঞানী ডঃ আরমান রহমান ও ডাঃ জিন্নুরাইন জায়গীরদার।
টিকা সকলকে দ্রুত গ্রহণের আহবান জানিয়ে তারা বলেন, এই আবিষ্কৃত টিকা সম্ভবত মানবজাতিকে এই বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হবে। এই টিকাগুলো আমাদের সুরক্ষা করবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য বলে তারা জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে মহামারী এবং টিকার ধর্মীয় দিক নিয়ে আলোচনা এবং আল্লাহর নিকট মহামারী থেকে মুক্তি এবং সকলের সুস্থতা এবং সুরক্ষা কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা আব্দুল কাদের সালেহ।
উদ্যোক্তা জনাব হামিদুল নাসিরের সমাপনী বক্তব্যে তিনি সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।