ক্যান্সার সচেতনতা মুলক প্রেসিশন অনকোলজী আয়ারল্যান্ডের অনলাইনে অনুষ্ঠান

আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ ক্যান্সার একটি মারাত্নক মরনব্যাধি, কিন্তু আমরা অনেকেই এব্যাপারে অবগত নই। বেশ কিছু ক্যান্সার আগে শনাক্ত করা গেলে এই রোগের সম্পূর্ন নিরাময় সম্ভব। আমাদের জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমেও আমরা কিছু ক্যান্সার থেকে নিজেদের নিরাপদ রাখতে পারি।

এই ক্যান্সার নিয়ে যারা গবেষণা করছেন আয়ারল্যান্ডে তাদের অন্যতম প্রতিষ্ঠান প্রেসিশন অনকোলজি আয়ারল্যান্ড ক্যান্সার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন। ডঃ ফিওনা লেনিগান, কমিউনিকেশন, ডিসিমিনেশন ও পাবলিসিটি মেনেজার এবং বাংলাদেশী কমিউনিটির একজন বিজ্ঞানী ডঃ আরমান রহমান যিনি ট্রান্সলেশনাল রিসার্চ এবং এনগেজমেন্ট মেনেজার, তাদের উভয়ের সহায়তায় এই প্রতিষ্ঠান আমাদেরকে সচেতন করার লক্ষ্যে একটি ভারচুয়াল অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছেন। এই অনুষ্ঠানে আয়ারল্যান্ডের বিশিষ্ট ক্যান্সার বিজ্ঞানী ও চিকিতসকবৃন্দ যুক্ত থেকে আমাদেরকে এই রোগের ব্যাপারে প্রাথমিক ধারনা প্রদান করবেন। আলোচনায় উঠে আসবে কিভাবে এই রোগ থেকে নিজেদের রক্ষা করা যায়। কিভাবে আমরা স্ক্রিনিং এর মাধ্যমে কিছু কিছু ক্যান্সার আগেভাগে শনাক্ত করতে পারি আর কি কি সুযোগ সুবিধা আয়ারল্যান্ডে আমরা গ্রহণ করতে পারি। �

আগামী ১০ই নভেম্বর এই অনুষ্ঠানে আমাদের কমিউনিটির সকলে বিশেষ করে মহিলা ও শিশু কিশোরদের সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানানো যাচ্ছে। এই অনুষ্ঠান আয়োজনে শিশু কিশোরদের সম্পৃক্ত করার লক্ষ্যে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের কমিউনিটির সকল আগ্রহী শিশু ও কিশোরদের উক্ত প্রতিযোগিতায় নিজেদের অংকিত চিত্র প্রেরণ করে অংশগ্রহণের আহবান জানিয়েছে প্রেসিশন অনকোলজী আয়ারল্যান্ড। �নীচে অনুষ্ঠানসূচী যুক্ত করা হলো আর রেজিস্ট্রেশনের লিংক প্রদান করা হলো। দ্রুত রেজিস্ট্রেশনের অনুরোধ করা হলো।
www.precisiononcology.ie/engagement/invisiblespectrum

SHARE THIS ARTICLE