ক্ষমতায় বসেই লাখ লাখ কর্মীকে ট্রাম্পের কঠোর প্রস্তাব

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নির্বাচনী প্রচারণার সময়ই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে সরকার পরিচালনার ব্যয় কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের লাখ লাখ কর্মকর্তা-কর্মচারীকে স্বেচ্ছায় অবসর নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) লাখো ফেডারেল কর্মীর কাছে ট্রাম্প প্রশাসন থেকে ই–মেইল বার্তা পাঠানো হয়েছে। সেখানে কর্মীদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা সরকারের ‘ডেফার্ড রেজিগনেশন প্রোগ্রাম’-এর অংশ হতে চান কি না।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের ব্যয় কমিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে এ কঠোরতম প্রস্তাব দেয়া হয়েছে। তবে, এই প্রস্তাবে কতজন অভিবাসী কর্মী অন্তর্ভুক্ত হতে পারেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের মোট কর্মচারীর সংখ্যা প্রায় ২২ লাখ। তাদের মধ্যে কতজন অভিবাসী, সেই সম্পর্কিত সঠিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তবে, দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পরই ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন, যা অভিবাসী কর্মীদের মধ্যে উদ্বেগের কারণ হতে পারে।

ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা, ১০ শতাংশের বেশি কর্মী তাদের প্রস্তাব লুফে নিতে পারেন। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের ২০ লাখের বেশি কর্মী রয়েছেন। তবে প্রায় দুই লাখ কর্মী স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করছেন তারা। এ প্রকল্পের মাধ্যমে সরকার ১০ হাজার কোটি ইউএস ডলার সাশ্রয় করতে পারবে বলে মনে করেন ট্রাম্প প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা। যদি এই কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগে রাজি হন, তবে তারা এ প্রকল্পের আওতায় আট মাসের বেতন ও ভাতা পাবেন বলে ই–মেইলে জানানো হয়।

SHARE THIS ARTICLE