আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল (২২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও ৩ বারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা থেকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য দাবিতে আইরিশ পার্লামেন্টের সামনে বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে মানববন্ধন করেন বাংলাদেশ জাতিয়তাবাদী দল আয়ারল্যান্ড শাখা । মানববন্ধন শেষে আয়ারল্যান্ড প্রাইম মিনিষ্টার ও পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সকাল ১১.৩০ মিনিটে আয়ারল্যান্ড ভিবিন্ন শহর থেকে নেতাকর্মীরা উপস্থিত হন।
মানববন্ধনে আগত সকল নেতাকর্মীদের স্বাগত জানিয়ে সংগঠনের সাধারন সম্পাদক কবির আহমেদ বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য অতি অল্প সময়ের নোটিশে উপস্থিত হয়ে মানববন্ধনকে সফল করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অগনিত মানুষ বেগম খালেদা জিয়াকে ভালবাসেন তাই প্রমানিত হল। আশা করি বাংলাদেশ সরকার অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ করে দিবেন। আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির বলেন, খালেদা জিয়া সাধারন মানুষ না। তিনি সাবেক স্বাধীনতার ঘোষকের স্ত্রী, সাবেক সেনা প্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী। যিনি জীবনে প্রতিটি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি একজন মহিয়ষী নারী। আমরা আইরিশ সরকারে কাছে এসেছি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে কারন বাংলাদেশ সরকার খালেদা জিয়াকে সুকৌশলে হত্যার ষড়যন্ত্র করছে।
সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার বলেন, আধুনিক বাংলাদেশ ও গনতন্ত্রের মুক্তির আন্দোলন করে যে নেত্রী নিজের জীবন বিলিয়ে দিয়েছেন দেশের জন্য সেই নেত্রী আজ অত্যান্ত অসুস্থ অবস্থায়। আমরা দেশমাতার সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে প্রেরন করে সুচিকিৎসা নিশ্চিত করার আহবান জানাচ্ছি। নয়তো যেকোনো অপ্রিতিকর পরিস্থিতির জন্য সরকারকেই দায়িত্ব নিতে হবে। সব শেষে প্রাইম মিনিষ্টার ও পররাষ্ট্র মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করে মানববন্ধনের সমাপ্তি ঘোষনা করা হয়।
এছাড়াও বক্তব্য রাখেন, সহ সভাপতি শাহাজান কামরান,সিনিয়র সাধারন সম্পাদক সৈয়দ এমরান হোসেন উজ্জ্বল, সহ সাধারন সম্পাদক মীর হাবিবুর রহমান, সহ সাধারন সম্পাদক জসিম উদ্দিন, সহ সাধারন সম্পাদক জেনন ভুইয়া,সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বদরুজ্জামান মাসুম, দপ্তর সম্পাদক রহিম উদ্দিন ভুঈয়া, অন্যতম সিনিয়র নেতা শাকিল চৌধরী, সবুজ মিয়া, আলা উদ্দিন,রফিক উল্লাহ, মিষ্টার নাসির, মোহাম্মদ ফাহিম, মতিউর রহমান, ইমরান হোসেন, চঞ্চল তালুকদার, জাফর উদ্দিন, জাহিদ হোসাইন, মোহাম্মদ রাজু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।