খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভালো’ আছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল। বুধবার (১৪ জুন) বেলা সোয়া ১২টার দিকে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, খালেদা জিয়ার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।  ইতোমধ্যে তার রক্ত, এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রামসহ কিছু রুটিন পরীক্ষা করানো হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় ঠিক করবে।

তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে তা জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার ঢাকায় এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

গত সোমবার দিবাগত মধ্য রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে সেদিন দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল।

সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। পাঁচ দিন পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি বাসায় ফেরেন। বাসায় ফেরার এক মাসের ব্যবধানে সোমবার রাতে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হলো।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে নানা অসুস্থতা নিয়ে কয়েকবার তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।

গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

SHARE THIS ARTICLE