
খোকার শততম জন্মদিন
মৌসুমি আক্তার
সেজেছে বাংলাদেশ তোমার জন্য
ধন্য সবাই ধন্য,
প্রাণের স্পন্দন বাঁধন হারা
প্রকৃতি আজ দিয়েছে সাড়া,
আঁধার ঘরে পা ফেলে
খোকা এলো আলো জ্বেলে,
তোমার ভাষণে কাঁপুনি ধরে
মন যেন যুদ্ধ করে,
খোকা জন্মায় না বার বার
তার জীবনে নেইকো হার,
দুঃখের সময় শেষ
দিয়েছ বাংলাদেশ,
খোকার শততম জন্মদিন আজ
দেখ খোকা বাংলাদেশের সাজ,
শেখ মুজিবুর রহমান,
উন্নয়নশীল দেশ বহমান,
শততম জন্মদিনের শুভেচ্ছা প্রবাহমান।