গর্জে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন।

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ বেশ কিছুদিন দামের পতন হলেও হঠাৎ করে আবার গর্জে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। এটির মূল্য বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। গত দুই মাসের মধ্যে এটিই বিটকয়েনের সর্বোচ্চ মূল্য।

বুধবার সকালে প্রতি বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে ৪৫ হাজার ডলারে। এ দিন দাম বেড়ে দাঁড়ায় ৪৫ হাজার ৬৩২ ডলারে। এর আগে সোমবার প্রতি বিটকয়েনের মূল্য ৪৫ হাজার ডলার হলে সেটি গত দুই মাসের ব্যবধানে আবার সর্বোচ্চ দরে পৌঁছায়। অবশ্য তার এক দিন পর বিটকয়েনের দাম উঠেছিল ৪৬ হাজারে। তবে তা বেশি সময় স্থায়ী ছিল না।

কয়েন মার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, ক্রিপ্টোকারেন্সির বাজার এখন বিশ্বে কিছুটা কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৮৩ ট্রিলিয়ন ডলারে। অন্যদিকে আরেক ক্রিপ্টোকারেন্সি ইথেরামের মূল্য সর্বোচ্চ পর্যায়ে গেছে চলতি সময়ে।

গত ২৪ ঘণ্টায় ইথেরামের মূল্য ১ দশমিক ৫২ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৬০ দশমিক ৭৬ ডলার, যা মে মাসের পর সর্বোচ্চ।

বিটকয়েনের দরপতন হয় চলতি বছরের শুরুর দিকেই। ফেব্রুয়ারিতে টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক তার চন্দ্রাভিযানে ডজকয়েন ব্যবহারের সিদ্ধান্তের কথা জানালে সে সময় বিটকয়েনের মূল্য কিছুটা কমে যায়।

এরপর চীন সরকার মে মাসে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করলে ব্যাপক দরপতন হয় বিটকয়েনের। ১৪ মের আগে যেখানে দর ছিল ৪৯ হাজার ডলার, সেখানে চীনের সতর্কতার পর দাম কমে দাঁড়ায় ৩৫ হাজারে। সে সময় এক সপ্তাহের ব্যবধানে বিটকয়েনের মূল্য কমে যায় ২৫ শতাংশ।

ক্রিপ্টো ফান্ড প্রদানকারী CoinShares- এর চিফ স্ট্র্যাটেজি অফিসার মেল্টেম ডেমিরস বলেন, “এটা আবার গর্জন করছে”। নতুন নিয়ন্ত্রক পরীক্ষা -নিরীক্ষা সত্ত্বেও, অনেক বিনিয়োগকারী এটিকে ইতিবাচক খবর এবং একটি ইতিবাচক অনুঘটক হিসাবে দেখছে। কারণ এটি অনেক বিভ্রান্তি বা কিছু অনিশ্চয়তা দূর করে।

SHARE THIS ARTICLE