
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রবাসে অসুস্থ হলে নিজেকে কতটা অসহায় মনে হয় ভুক্তভোগী ছাড়া কেউ বোঝেনা। গলওয়ে বাংলাদেশ কমিউনিটি, আয়ারল্যান্ড এর সাধারন সম্পাদক আমাদের সকলের প্রিয় জনাব নাবির হাসান মনির ভাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে-আক্রান্ত।
তিনি বর্তমানে ডাবলিনের সেন্ট ভিনসেন্স ইউনিভারসিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় মনির ভাইয়ের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি।
বাংলাদেশের রাজশাহী থেকে ২০০১ সালে তিনি আয়ারল্যান্ডে পাড়ি দেন। তিনি বর্তমানে ১ মেয়ে দুই ছেলের জনক। স্ত্রী সন্তান, ভাই মনিরুল ইসলাম বাবুসহ বেশ কিছু আত্মীয় স্বজন আয়ারল্যান্ডে বসবাস করছেন। আল্লাহ যেন আমাদের ভাইকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।