গাঁজা গাছসহ সাবেক ইউপি সদস্যের স্ত্রী আটক

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে ১৬টি গাঁজা গাছ ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় জোসনা বেগম (৪২) ও রবিন (৪০) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। জোসনা বেগম লতব্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সেন্টু মেম্বারের স্ত্রী।

শুক্রবার (১৬ জুন) বিকেল ৫টায় উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের একটি ধইঞ্চা ক্ষেতেএসব গাঁজা গাছ পাওয়া যায়। এসময় সেন্টু মেম্বারের বাড়ি থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক।

তিনি বলেন, সেন্টু মেম্বারের বাড়ির পাশ থেকে গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। এসময় সেন্টু মেম্বারকে বাড়িতে পাওয়া যায়নি। তার দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মুস্তাফিজুর রহমান রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সরঞ্জামসহ গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুই জনকে আটক করা হয়েছে, অন্যদের আটকের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, লতব্দী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সেন্টু মেম্বার বাড়ির পাশে ধইঞ্চা ক্ষেতের আড়ালে গাঁজা গাছ চাষ করছিলেন। পাশাপাশি তার বাড়িতে গাঁজা সেবনকারীদের আড্ডা বসত। নিয়মিত বাইরের লোকজনের যাতায়াত ছিল।

SHARE THIS ARTICLE