গুয়েতেমালায় ভূমিধসে প্রাণ গেল ৫০ জনের

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ সামুদ্রিক ঝড় ‘ইতা’র প্রভাবে সৃষ্ট বর্ষণ ও ভূমিধসে মধ্য আমেরিকায় দেশ গুয়েতেমালায় কমপক্ষে ৫০ জন ্প্রাণ হারিয়েছেন। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। 

গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়াম্মাত্তি বলেছেন, মারা যাওয়াদের অর্ধেকই একটি শহরের, যেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া অন্তত ২০টি বাড়ি কাদা মাটির নিচে চাপা পড়েছে।

গুয়াতেমালায় ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যু || Somoynews.tv

এর আগে, মঙ্গলবার (০৩ নভেম্বর) হারিকেনের শক্তি নিয়ে পার্শ্ববর্তী নিকারাগুয়ায় আঘাত হাতে ‘ইতা’। পরে ঝড়টি শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে গুয়েতেমালায় এগিয়ে যায়।

ঝড়ের পর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আলেজান্দ্রো বলেন, অর্ধেক দিনেরও কম সময়ে পুরো মাসের বৃষ্টিপাত হয়েছে। তীব্র বর্ষণের কারণে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত শহর স্যান ক্রিস্টোবাল ভেরাপাজসহ অন্যান্য এলাকায় পৌঁছাতে পারছেন না। যে কারণে এ মুহূর্তে পায়ে হেঁটে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই।

Over 50 Killed in Guatemala as Storm Eta Unleashes Landslides, Prez Says  Water-soaked Mountainside Slid Onto Town

ঘণ্টায় ১৪০ মাইল বাতাসের বেগে ক্যাটাগরি-৪ হারিকেনের শক্তি নিয়ে ‘ইতা’ প্রথমে নিকারাগুয়ায় আঘাত হানে। পরে মৌসুমি ঝড়ে রূপ নিয়ে পার্শ্ববর্তী হন্ডুরাস ও সবশেষ গুয়েতেমালায় আঘাত হানে।

SHARE THIS ARTICLE