গ্রিসের উপকূলে নৌকাডুবিতে নিহত ৫, উদ্ধার ৩৯

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গ্রিসের লেরোস দ্বীপের সমুদ্র উপকূলে নৌকাডুবির ঘটনায় পাঁচ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু ও একজন নারী।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, সাগরে একটি নৌকা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এক ব্যক্তি কোস্ট গার্ডকে খবর দিলে কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় কোস্টগার্ডের সদস্যরা এক নারীর দেহ এবং একটি শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে। সেইসাথে নৌকাটিতে থাকে আরো ৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের তথ্যমতে, অচেতন অবস্থায় উদ্ধার করা শিশুটি রবিবার হাসপাতালে মারা যায়। তাছাড়া নৌকায় থাকে আরো তিনটি শিশুর পরে হাসপাতালে মৃত্যু হয়।

এদিকে উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে তিন অপ্রাপ্তবয়স্কসহ মোট পাঁচ জনের হাসপাতালে চিকিৎসা চলছে। উদ্ধার হওয়া বাকি অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কোস্টগার্ডের সদস্যরা সাগরে প্রায় ডুবে যাওয়া অবস্থায় একটি নৌকা উদ্ধার করে।

গ্রিসে দ্বীপের নীতিনির্ধারণ (শিপিং অ্যান্ড আইল্যান্ড পলিসি) মন্ত্রী আইওনিস প্লাকিওতাকিস উদ্ধারকাজের প্রশংসা করে এই ঘটনার জন্য মানবপাচারকারীদের দায়ী করেন। তার দাবি, ‘তুরস্কের মানবপাচারকারীরা এমন ঘটনা ঘটাচ্ছে যা তুরস্ক সরকার প্রশ্রয় দিচ্ছে।’

SHARE THIS ARTICLE