গ্রীসের জেলখানায় নানারকম ভোগান্তিতে অনেক প্রবাসী বাংলাদেশী!

জাকির হোসাইন চৌধুরী,গ্রীস থেকে– বেশির ভাগ মানুষই দেশের বেকারত্ব জীবন থেকে রক্ষা পেতে বা সুন্দর ,সুখের উন্নত একটি জীবনের আশায় পাড়ি জমান বিদেশে। প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পেছনে কাজ করে অন্য উদ্দেশ্য , কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন, আবার কেউ সারা জীবন কাটাতে। এ জীবন কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের। দেশ থেকে মানুষ বিদেশ যায় দেশের মানুষগুলোকে ভালো ও আনন্দে রাখার জন্য। দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা কম নয়। কম সংখক লোক বৈধ পথে বিদেশ গেলেও , অধিকাংশই অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে রওয়ানা করে , উন্নত জীবনের আশায় অনেকে আবার সেই জীবন হারিয়ে বসেন। কেউ কেউ গন্তব্যে সফল হলেও নানামুখী বিড়ম্বনার সম্মুখীন হতে হয় । নতুন করে ,নতুন জায়গায় ,অপরিচিত পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর জন্য অবিরাম যুদ্ধ চালিয়ে যায়। বাংলাদেশী প্রবাসীরা অন্যান্য দেশের অভিবাসীদের তুলনায় অনেক কম হওয়ায় , প্রতিনিয়ত ভয়-ভীতি বা অধিকার বঞ্চিত সমস্যার সম্মুখীন হয়। ইউরোপের দেশ গ্রীসেও তার ব্যতিক্রম নয় , অন্যান্য দেশের প্রবাসী সংখ্যা গরিষ্ঠতার কারণে বাংলাদেশীরা সব জায়গায় নির্যাতিত ও অত্যাচারিত হচ্ছে । এমনকি জেল খানা বা ডিটেনশন সেন্টার গুলোতেও ভোগান্তিতে আছেন অনেক প্রবাসী বাংলাদেশী। বিশেষ করে পাকিস্তানীরা বাংলাদেশিদের উপর নির্যাতন চালায় , যার ধারাবাহিকতায় গত শনিবার রাতে গ্রীসের কোন এক ডিটেনশন সেন্টারে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক দল পাকিস্তানি ও বাংলাদেশীদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে পরিণত হয়। বাংলাদেশীর অবস্থা আশংকা জনক , কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ক্যাম্প এ ফেরত আনা হয়েছে। আমাদের প্রতিনিধি হাসপাতালে গিয়ে তাদের সাক্ষাৎকার নিতে চাওয়ার এক পর্যায়ে পুলিশি বাধার সম্মুখীন হন। আদি সভ্যতার দেশে পুলিশ আজ মানুষের জীবনের নিরাপত্তে প্রদানে ব্যর্থ হচ্ছে , অবৈধ অভিবাসীদের সাথে অ -মানবিক আচরণ সহ বিনা অপরাধে মাসের পর মাস ডিটেনশন সেন্টার গুলিতে আটকিয়ে রাখছে। অ-স্বাস্থ্যকর পরিবেশে অনেকেই অসুস্থ্য হয়ে পড়ছেন , অনুন্নত খাবার পরিবেশন করা সহ অনেক খারাপ আচরণেরও অভিযোগও পাওয়া গেছে। ২০১৩ সালের এপ্রিল মাসে স্ট্র-বেরি ক্ষেতে কর্মরত ৪২ জন প্রবাসী শ্রমিকের বকেয়া বেতন দাবি প্রসঙ্গে তাদের উপর গুলি চালানো হয়েছিল। গত বছরের সেপ্টেম্বর মাসে আস্প্র পীরগোসে দুজন প্রবাসীকে কর্মস্থলে গুলি করে হত্যা করা হয়। তবুও জীবন-জীবিকার তাগিদে থেমে নেই প্রবাসীরা , আজও অদম্য চেষ্টা আর জীবনের গতি পরিবর্তনে এক দেশ থেকে অন্য দেশে জীবন জুয়ায় নিজেকে সপে দিচ্ছেন।

SHARE THIS ARTICLE