গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের আত্মপ্রকাশ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল ১৭ই অক্টোবর সোমবার ২০২২ লিমেরীকের গ্রীনহিল হোটেলে অনুষ্ঠিত হয়গেল বৃহত্তর কুমিল্লাবাসীদের নিয়ে একটি সামাজিক সংগঠন গঠনকল্পে এক আলোচনা সভা।

আলোচনায সভায় উপস্থিত ছিলেন সারা আয়ারল‌্যান্ড থেকে আগত বৃহত্তর কুমিল্লার ৩১জন সন্মানিত ব‌্যাক্তিবর্গ। বেলা ঠিক ১২টায় ডাবলিন থেকে আগত জনাব আব্দুল মান্নান ভাইয়ের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাবলিনের জনাব আক্তার হোসেন এবং সভাটি পরিচালনা করেন লিমেরিকের জনাব মনিরুল ইসলাম মনির এবং গলওয়ের জনাব কবির আহমেদ। আলোচনা সভায় সংগঠনটির নাম করন নিয়ে একটি ভোটাভুটির আয়োজন করা হয় এবং সকলের ভোটের মাধ্যমে সংগঠনটির নাম করন করা হয় The Greater Cumilla Welfare Association of Ireland (দি গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড)।

No description available.

দুপুরে জোহরের নামাজের এবং খাবারের বিরতির পর শুরু হয় দ্বিতীয় পর্বের আলোচনা। দ্বিতীয় পর্বে আলোচনায় উপস্থিত ৩১জন উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গকে স্থায়ী সদস্য পদ দেওয়ার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থায়ী সদস্য পদ প্রাপ্ত উপস্থিত ব‌্যক্তিগন হলেন: ১. কবির আহাম্মদ। ২. আক্তার হোসেন। ৩. মনিরুল ইসলাম মনির। ৪. জসিম উদ্দিন দেওয়ান। ৫. আবদুল মান্নান। ৬. মাসুদ মনিরুজ্জামান। ৭. আবুল কাশেম। ৮. মোহাম্মদ আলাউদ্দিন। ৯. সাইফুল ইসলাম। ১০. আরিফ হোসেন। ১১. ইনজামুল হক জুয়েল। ১২. জিল্লুর রহমান। ১৩. শহীদ হোসেন। ১৪. আলমগীর রহিম। ১৫. আব্দুল মান্নান। ১৬. মিঃ নাসির। ১৭. তারেক ইকবাল। ১৮. আব্দুর রশিদ সবুজ ১৯. মুজিবুল হক। ২০. লোকমান হোসেন। ২১. শরীফ আহমেদ। ২২. ইকবাল মাহমুদ। ২৩. আবু তাহের। ২৪. আনোয়ারুল আজিম। ২৫. সালাহ উদ্দিন। ২৬. মোহাম্মদ মোজাম্মেল হক। ২৭. জামাল মিলাদুন্নবী। ২৮. মোহাম্মদ জাবের হোসেন। ২৯. মোঃ মাহবুব-উল-আলম। ৩০. আব্দুল মান্নান মান। ৩১. কামাল হোসেন ।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গের আলোচনায় ১৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রধান উপদেষ্টা পদে লিমেরিকের জনাব মনিরুল ইসলাম মনির এবং ডাবলিনের জনাব আক্তার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উপস্থিত ব্যক্তিবর্গগন ভোটাভুটির মাধ্যমে জনাব আকতার হোসেনকে প্রধান উপদেষ্টা হিসেবে বিজয়ী করেন। নির্বাচন কমিশনার হিসেবে জনাব কবির আহাম্মদ ও জনাব আব্দুল মান্নান মান দায়িত্ব পালন করেন। এরপর সভায় ১৫ সদস‌্যের মধ‌্যে ১১জনকে উপস্থিত সদস‌্যগন কন্ঠ ভোটে নির্বাচিত করেন। এই ১১জনের মধ‌্যে উপদেষ্টা কমিটিতে যারা আছেন তারা হলেন: ১. জনাব মোঃ আলাউদ্দিন ( Kildare /Portlaoise) ২. জনাব আক্তার হোসেন ( Dublin South) ৩. জনাব আব্দুল মান্নান ( Dublin West) ৪. জনাব মশিউর রহমান (Dublin North) ৫. জনাব সাইফুজ্জামান খান তুহিন (Dublin Est) ৬. জনাব সালাহ উদ্দিন (Galway) ৭. জনাব আব্দুল মান্নান মান ( Mayo /North west Ireland) ৮. জনাব মজিবুল হক (Kilkenny/ Waterford /Carlow) ৯. জনাব মনিরুল ইসলাম মনির (Limerick) ১০.জনাব লোকমান হোসেন (killarney) ১১.জনাব আনোয়ারুল আজিম ( Tralee) এবং বাকি ৪জনের নাম অর্ন্তভুক্ত করে শিঘ্রই পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।

No description available.

সভায় সিদ্ধান্ত হয় আগামী নভেম্বর মাসে একটি জুম মিটিংয়ের মাধ্যমে পরবর্তী মিটিং পরিচালনা করা হবে। সংগঠনটির প্রথম মিটিংয়ের জন‌্য Greenhills Hotel Limerick এ সকল ব‌্যাক্তিবর্গকে কনফারেন্স রুমে বসার ব‌্যবস্থা করে সন্মানীত করার কারনে সকলের পক্ষ থেকে গলওয়ের কবির আহাম্মদ ভাইকে ধন‌্যবাদ জ্ঞাপন করা হয়। আরও ধন‌্যবাদ দেওয়া হয় লিমেরিকের সকল ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করে দুপুরের সুস্বাদু খাবার পরিবেশন করেন। এ সংগঠনটি গড়ে তোলার পেছনে প্রধান উদ্দেশ্য: (ক) আয়ারল্যান্ডে বসবাসরত বৃহত্তর কুমিল্লার জনগোষ্ঠীর মধ্যে ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করন ও প্রবাসী বৃহত্তর কুমিল্লা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানবাধিকার সহ সকল ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর কমিউনিটি গড়ে তোলা। (খ) এই সংগঠনের আরেকটি প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ক্রান্তিলগ্নে কিভাবে জন্মভূমির পাশে দাঁড়ানো যায় এবং বাংলাদেশের বিপদে মানুষের বিপদে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় এবং দেশকে কিছু দেওয়া যায়।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গের আলোচনায় ১৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রধান উপদেষ্টা পদে লিমেরিকের জনাব মনিরুল ইসলাম মনির এবং ডাবলিনের জনাব আক্তার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উপস্থিত ব্যক্তিবর্গগন ভোটাভুটির মাধ্যমে জনাব আকতার হোসেনকে প্রধান উপদেষ্টা হিসেবে বিজয়ী করেন। জনাব আকতার হোসেন ২ভোটের ব‌্যাবধানে জয়ী হন। নির্বাচন কমিশনার হিসেবে জনাব কবির আহাম্মদ ও জনাব আব্দুল মান্নান মান দায়িত্ব পালন করেন। এরপর সভায় ১৫ সদস‌্যের মধ‌্যে ১১জনকে উপস্থিত সদস‌্যগন কন্ঠ ভোটে নির্বাচিত করেন। এই ১১জনের মধ‌্যে উপদেষ্টা কমিটিতে যারা আছেন তারা হলেন: ১. জনাব মোঃ আলাউদ্দিন ( Kildare /Portlaoise) ২. জনাব আক্তার হোসেন ( Dublin South) ৩. জনাব আব্দুল মান্নান ( Dublin West) ৪. জনাব মশিউর রহমান (Dublin North) ৫. জনাব সাইফুজ্জামান খান তুহিন (Dublin Est) ৬. জনাব সালাহ উদ্দিন (Galway) ৭. জনাব আব্দুল মান্নান মান ( Mayo /North west Ireland) ৮. জনাব মজিবুল হক (Kilkenny/ Waterford /Carlow) ৯. জনাব মনিরুল ইসলাম মনির (Limerick) ১০.জনাব লোকমান হোসেন (killarney) ১১.জনাব আনোয়ারুল আজিম ( Tralee) এবং বাকি ৪জনকে সর্বসম্মতিক্রমে মনোনীত করে নাম অর্ন্তভুক্ত করে শিগ্রই পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী নভেম্বর মাসে একটি জুম মিটিংয়ের মাধ্যমে পরবর্তী মিটিং পরিচালনা করা হবে। সংগঠনটির প্রথম মিটিংয়ের জন‌্য Greenhills Hotel Limerick এ সকল ব‌্যাক্তিবর্গকে কনফারেন্স রুমে বসার ব‌্যবস্থা করে সন্মানীত করার কারনে সকলের পক্ষ থেকে গলওয়ের কবির আহাম্মদ ভাইকে ধন‌্যবাদ জ্ঞাপন করা হয়। আরও ধন‌্যবাদ দেওয়া হয় লিমেরিকের সকল ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করে দুপুরের সুস্বাদু খাবার পরিবেশন করেন। এ সংগঠনটি গড়ে তোলার পেছনে প্রধান উদ্দেশ্য: (ক) আয়ারল্যান্ডে বসবাসরত বৃহত্তর কুমিল্লার জনগোষ্ঠীর মধ্যে ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করন ও প্রবাসী বৃহত্তর কুমিল্লা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানবাধিকার সহ সকল ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর কমিউনিটি গড়ে তোলা। (খ) বাংলাদেশের ক্রান্তিলগ্নে কিভাবে জন্মভূমির পাশে দাঁড়ানো যায় এবং বাংলাদেশের বিপদে মানুষের বিপদে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় এবং দেশকে কিছু দেওয়া যায়।

No description available.

(গ) বিশ্বে বৈশ্বিক কোন দুর্যোগে পৃথিবীর অন্য প্রান্তের মানুষদের যেমন আফ্রিকা অথবা এশিয়ায় যখন মানুষ বিপদগ্রস্ত হয় তখন সেসব দেশের মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় বা অর্থনৈতিক ভাবে সাহায‌্য করা যায় । সঠিক লক্ষ্য নিয়ে কাজ করেলে সামাজিক সংগঠন সত্যিকার অর্থেই সমাজের, দেশের এবং বিশ্বের নানা প্রান্তে সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। সভাপতি, সেক্রেটারি ইত্যাদি পদবীর লোভ বিসর্জন দিয়ে, সম্মাননা উপাধী চিন্তা না করে; সত্যিকার উন্নয়নমূলক কাজের সংকল্প নিয়ে সংগঠন করতে পারলেই সম্ভব হবে সমাজের উন্নয়ন, দেশের এবং মানুষের উন্নয়ন। তাহলেই সাধারণ মানুষ সম্মানের সাথে এই সংগঠনকে স্মরণ করবে অনন্ত কাল, এই আশা ব‌্যাক্ত করে লিমেরিকের Greenhills Hotel এ অনুষ্ঠিত The Greater Cumilla Welfare Association of Ireland এর প্রথম সভাটি সমাপ্ত হয়।

SHARE THIS ARTICLE