চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়লেন আলভারেজ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ একই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও বিশ্বকাপজয়ী প্রথম ফুটবলার হিসেবে নাম লিখিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন জুলিয়ান আলভারেজ। 

২৩ বর্ষী আর্জেন্টাইন ফরোয়ার্ডের আগে নয়জন খেলোয়াড় একই মৌসুমে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ এবং বিশ্বকাপ জিতেছিলেন। তবে কেউই ঘরোয়া লিগে একাধিক শিরোপা জেতেননি

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে ম্যানচেস্টার শিরোপা জিতেছে ম্যানসিটি। আলভারেজ দলটির হয়ে ২০২২-২৩ মৌসুমে দ্বিতীয় সর্বাধিক ১৭ গোল করেন। কাতার বিশ্বকাপে চারবার লক্ষ্যভেদ করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

আলভারেজ মাত্র ছয় মাসের ভেতর চারটি ট্রফি বড় ট্রফি জয়ের স্বাদ পেলেন। গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতা আর্জেন্টিনা দলের তিনি অপরিহার্য সদস্য ছিলেন। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির জার্সিতে ট্রফি জয়ের সৌভাগ্য বরণ করলেন।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে হওয়া চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আলভারেজ অবশ্য মাঠে নামেননি। মূল স্কোয়াডে থাকায় অবশ্য রেকর্ড বইয়ে তার নাম উঠে গেছে।

SHARE THIS ARTICLE