ছেলেটির প্রেম ভাবনা

জাফর হোসাইন, পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ

ছেলেটির প্রেম ভাবনা॥

— জাফর হোসাইন

আমি একটা প্রেম করব
ভালবাসার জল রৌদ্রের খেলায়
তার মনে বর্ণালী এনে দিব
সাতটি রংয়ের সমাহারে তার আকাশে
রামধনুর সব রং ছড়িয়ে দিব
নখ তুলিতে তার হৃদয় জমিনে
নানা রংয়ের আঁচড় একে দিব !

আমি একটা মেয়ের প্রেমে পড়ব
চপলা চঞ্চলা হরিণীর মত যে ছুটে
আসবে আমার প্রেমের মায়াজালে
হারাবে সে আমার রোদেলা অরণ্যে
দ্বাদশীর ভরা চাঁদ রাতে –
দেহতলাটির মধ্যে লাজ সংকোচ নিয়ে
দুরু দুরু বুকে , ভীত চোখে
অলস হরিণ হয়ে আবিষ্ট মনে
ভীত প্রহর কাটাবে সারারাত জাগরণে।

আমি একটি মেয়ের প্রেমে পড়ব
তারে নিয়ে টং দোকানে জমিয়ে চায়ের আড্ডা দিব
সাঁতলার বিলে পদ্ম তুলব ,তাল পুকুরে সাতার দিব
বাইকে করে দুরে কোথাও ঘুরতে যাব
হাত ধরে তার মেলায় মেলায় দিন কাটাব
চুলের ঘ্রাণে ব্যাকুল হয়ে তাজা ফুলের ব্যান্ড বানিয়ে
খোঁপায় তারে পড়িয়ে দিব
পার্কে বসে আমার কেনা বাদাম খেয়ে
তার টাকাতে আইসক্রীম আর ফুসকা খাব ।
জন্মদিনে তারে আমি ঘাসের ডাটার আংটি দিব
ট্রিট দিতে তারে না হয় হাওয়াই মিঠাই আর ক্যান্ডি দিব
পরের বারে চাকুরী পেলে নীল শাড়ি আর হীরের একটি
আংটি দিব, সন্ধেবেলায় তারে নিয়ে একটু না হয়
সিনেপ্লেক্স আর বুফে রেস্টুরেন্টে যাব
তার কোলেতে মাথা রেখে মেঘের ভেলায় ভাবনাগুলো
দুর পাহাড়ে ঠেলে দিয়ে কিছুটাক্ষণ জুড়িয়ে নিব ।

SHARE THIS ARTICLE