জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন।

সোমবার (২২ মার্চ) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আতিকউল্লাহ খান শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির সকাল সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

May be an image of 2 people and people standing

তিনি জানান, ‌‘ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

May be an image of 4 people, including Sameer Jashim, M Nazrul Islam and Minhajul Amin Shakil, people standing and indoor

তার সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদও আসেন তুমুল আলোচনায়। এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি।

মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন তাঁরা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু জানিয়েছেন, দৈনিক জনকণ্ঠের সম্পাদকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আজ সোমবার মারা গেছেন। অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় তাঁর (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি তপন বিশ্বাস এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তপন জানান, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন আতিকউল্লাহ খান মাসুদ। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আজ সোমবার ভোরে মৃত্যু হয় তাঁর।

SHARE THIS ARTICLE