আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা জনাব আব্দুল কাদের প্যানক্রিয়াসের (অগ্নাশয়) ক্যান্সারে আক্রান্ত। বিগত ৮ই ডিসেম্বর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৫ই ডিসেম্বর ভর্তি করা হয় ভ্যালোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন আব্দুল কাদেরের ক্যান্সার জটিল এবং অত্যন্ত অগ্রসর। তাকে কেমোথেরাপি দেয়াও ঝুকিপূর্ন এমতাবস্থায় সেখানেই তার রক্তে হেমোগ্লেবিনের পরিমাণ অতিমাত্রায় নীচে নেমে গেলে তার অবস্থা সংকটাপূর্ন হয়। তাকে রক্ত প্রদান করে কিছুটা স্থিতিশীল হলে গত ২০শে ডিসেম্বর ঢাকায় ফিরিয়ে আনা হয়। ঢাকায় তাকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে।
গতকাল থেকে অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখে পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি পেয়েছিলেন। অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জানান, তাঁরা ভেবেছিলেন, তাঁর শ্বশুর একটু একটু করে ভালো হয়ে উঠবেন। কিন্তু এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত করেছেন। করোনা ধরা পড়ায় পরিবারের সবাই আরও মুষড়ে পড়েছেন বলে জানা গিয়েছে। গতকাল পর্যন্ত তিনি করোনা নিগেটিভ ছিলেন। সকাল থেকেও এই অভিনেতার শরীর ভালো ছিল। হঠাৎ করোনা পজিটিভ হওয়ায় অভিনেতা কাদেরের পরিবারের সদস্যরা চিকিৎসকদের অনুরোধ করেছেন, নমুনা নিয়ে আবারও যেন তাঁর পরীক্ষা করানো হয়।
জনাব আবদুল কাদের নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র—এই তিন মাধ্যমেই জনপ্রিয়। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে “বদি” চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন কাদের।