জন্মভূমি

জন্মভূমি

জিন্নুরাইন জায়গিরদার

জন্মভূমি (১)

তোমার কাছে ফিরে আসি আমি উপসংহারে
জন্মেই আমার প্রথম সুখ, এই সংসারে
আলোকিত সূর্য্যের ভারে,
আমি পায়ে পায়ে চলি, ধূলি ধূসরে
ব্রহ্মপুত্র নদের তরংগ বিহারে,
আমার কণ্ঠ উলঙ্গ হয় বর্নমালা বিহারে
পিতা, মাতা, ভাই, বোন, প্রিয়জন সমভিব্যাহারে
সবুজ গ্রামে আর বিদ্যুতায়িত শহরে
আমি ফিরে আসি উপসংহারে ।।


জন্মভূমি (২)
কত শত আশা নিয়ে, যেতে চাই আমি প্রবাসে, আহারে,
স্বপ্ন দেখি, চিত্তে কত সুখ লিখা আছে ক্ষমতার বাহারে
কন্ঠজুড়ে আগ্নেয়গিরির লেলিহান শিখা চতুর্দিক প্রহারে
কক্ষচ্যুত হই আমি পড়ন্ত দ্বীপ্রহরে,
কোথাও জল নেই এই দুরন্ত আসরে
অনন্ত সাগরের নোনাজলে তৃষ্ণার্ত আঁচলে
কোথাও একমুঠো সৈকত নেই, দাঁড়াই চরাচরে
আমি আবার বিস্ফোরিত হই শক্তির অন্তরে
জন্মভূমি, সূচনা যেখানে তোমারি প্রান্তরে
আমার ফিরে আসা দিবাশেষে অবসন্ন প্রহরে
অপরাহ্ণে তোমারি অন্তরে, গ্লানিতে, শ্রান্তিতে
আমি ফিরে আসি উপসংহারে।।

SHARE THIS ARTICLE