জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

মহিউদ্দিন পাটোয়ারী লিংকনঃ বেশ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়ারল্যান্ডের গলওয়ের টিউমে ওয়েষ্ট উইং রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর ঈদ পুনর্মিলনী। অনুষ্ঠানে দেশীয় মজার মজার খাবারের আয়োজনের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঈদুল ফিতরের আনন্দের রেশ এখনো যেন কাটেনি আয়ারল্যান্ড জুড়ে। ১৪ গত মে রবিবার দুপুর ১২টা থেকে ওয়েষ্ট উইং রেষ্টুরেন্টের মিলনায়তনটি ছিল যেন পুরোটাই বাংলাদেশ।

পবিত্র কোরআন তিলোয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সুচনা হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর প্রধান উপদেষ্টা জনাব আক্তার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব কবির আহমেদ।


অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অল বাংলাদেশী এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব ডাঃ জিন্নুরাইন জায়গিরদার, সেক্রেটারি জেনারেল জনাব আনোয়ারুল হক আনোয়ার, সহসভাপতি জনাব আজিজুর রহমান মাসুদ, জনাব ডাঃ মুসাব্বির হোসাইন, কাউন্সিলর জনাব মোস্তাক আহমেদ ইমন জনাব জসিম উদ্দিন দেওয়ান, জনাব সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাডা কলেজের সত্ত্বাধিকারী জনাব সাইফুল ইসলাম, জনাব রবিউল ইসলাম প্রমূখ। স্থানীয় আইরিশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মিঃ মাইকেল, টিডি মিঃ কিরান ও সিনেটর মিঃ শ্যান,

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ওবিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশিদের উপস্থিতিতে ‘বাংলাদেশ হাউস’ প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়।

May be an image of 4 people

পুনর্মিলনীকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ উচ্ছ্বাস। অনেক স্বদেশিকে একসঙ্গে পাওয়ায় তাদের কাছে এ মিলনমেলা ছিল এক টুকরো বাংলাদেশ।

উপদেষ্টাবৃন্দ সকলে একে একে নিজেদের পরিচয় উপস্থিতিদের সামনে উপস্থাপন করেন। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মান্নান , জনাব মশিউর রহমান , জনাব সাইফুজ্জামান খান , জনাব সালাহ উদ্দিন ,জনাব আব্দুল মান্নান মান , জনাব মজিবুল হক , জনাব মনিরুল ইসলাম মনির , জনাব লোকমান হোসেন, জনাব আনোয়ারুল আজিম, জনাব মোঃ আলাউদ্দিন।


ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এই মিলনমেলায় নেমেছিল প্রবাসীদের ঢল। এমন আনন্দের দিনে প্রিয় সবাইকে কাছে পেয়ে খুশি আয়োজকরাও। এমন আনন্দমুখর অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসীদের সঙ্গে আনন্দে ভাগ বসিয়েছিলেন স্থানীয় আইরিশেরাও। সবশেষে আয়োজকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা জনাব আক্তার হোসেন সবাইকে ধন্যবাদ জানানো হয়।

আইরিশ বাংলাপোষ্ট, আইরিশ নোটিশ বোর্ড ও আইরিশ বাংলা টাইমস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।

SHARE THIS ARTICLE