জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়ারল্যান্ডস্থ বৃহত্তর নোয়াখালীবাসীর মিলনোৎসব সম্পন্ন

মহিউদ্দিন পাটোয়ারী লিংকনঃ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়ারল্যান্ডের তুলোমোরে মুকলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল আয়ারল্যান্ডস্থ বৃহত্তর নোয়াখালীবাসীর মিলনোৎসব। বৃহত্তর নোয়াখালীবাসীর মিলনোৎসবটি হওয়ার কথা ছিল গত আগষ্ট মাসে। জুলাই মাসে যখন বাংলাদেশে গণ আন্দোলনে সরকারের দমন পীড়নে শত শত মানুষ মারা যাচ্ছিল তখন বৃহত্তর নোয়াখালীবাসীর মিলনোৎসবটি স্থগিত করা হয়ে ছিল।


জনাব হারুন ইমরানের পবিত্র কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সুচনা হয়। শুভেচ্ছা বক্তব্য করেন জনাব জহিরুল ইসলাম জহির। জনাব ফরহাদ উদ্দিন, জনাব আহমদ আব্দুর রহিম ভূঁইয়া ও জনাব ওমর ফারুক নিউটনের উপস্থাপনায় শুরু হয় নোয়াখালীর জোকস আঞ্চলিক গান, কবিতা আবৃতি, ছোট বড় সকলের মজার মজার খেলা। অনুষ্ঠানে দেশীয় মজার মজার খাবারের আয়োজনের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


গতকাল ২৭ অক্টোবর রবিবার দুপুর ১২টা থেকে মুকলা কমিউনিটি সেন্টারটি ছিল যেন পুরোটাই বাংলাদেশ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ওবিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুনর্মিলনীকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ উচ্ছ্বাস। অনেক স্বদেশিকে একসঙ্গে পাওয়ায় তাদের কাছে এ মিলনোৎসবটি ছিল এক টুকরো বাংলাদেশ।


জনাব মীর মামুন, জনাব কাজী শাহ আলম, জনাব সাইফুল ইসলাম, জনাব জহিরুল ইসলাম জহির, জনাব জসিম উদ্দিন, জনাব আবদুর রহিম ভুইয়া, জনাব হারুন ইমরান, জনাব ওমর ফারুক নিউটন ও জনাব সরোয়ার মোরশেদ এর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আয়ারল্যান্ডস্থ বৃহত্তর নোয়াখালীবাসীর মিলনোৎসব সফল হয়।


গ্রেটার নোয়াখালী সোসাইটি ইন আয়ারল্যান্ড আয়োজিত এই মিলনোৎসবে নেমেছিল প্রবাসীদের ঢল। বৃহত্তর নোয়াখালীর বিশিষ্ট ব্যাক্তি বর্গের উপর প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

এমন আনন্দের দিনে প্রিয় সবাইকে কাছে পেয়ে খুশি আয়োজকরাও। এমন আনন্দমুখর অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসীদের সঙ্গে আনন্দে ভাগ বসিয়েছিলেন স্থানীয় আইরিশেরাও। সবশেষে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।

আইরিশ বাংলাপোষ্ট ও আইরিশ বাংলা টাইমস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।

SHARE THIS ARTICLE