জাকজমকপূর্ণভাবে আয়ারল্যান্ডের বৃহত্তর সিলেটবাসীর ঈদ পূনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

এ,কে,আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল সোমবার ডাবলিনের ড্রিমনায় এক কমিউনিটি হলে আয়ারল্যান্ডে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সকলের সম্মিলিত প্রচেস্টায় খুব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

May be an image of 9 people
ছবিঃ আইরিশ নোটিশ বোর্ড
May be an image of crowd
ছবিঃ আইরিশ নোটিশ বোর্ড


পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হলেও আয়ারল্যান্ডে বসবাসরত প্রায় সকল জেলার মানুষের সমাগম ছিল নজর কাড়ার মতো।

May be an image of 6 people and text
ছবিঃ আইরিশ নোটিশ বোর্ড

লন্ডন থেকে আগত শতাব্দী রায়, আয়ারল্যান্ডের আভি অজিতাভ, জামাল বশির, রুনা জলিল সহ অনেকেই গান গেয়ে অনুষ্ঠা্নকে মাতিয়ে তুলেন। ছোট ছোট শিশুদের নৃত্য ও আনন্দ উল্লাস পরিবারগুলোকে মাতিয়ে রেখেছিল। এই মিলন মেলায় দেশীয় কাপড়ের স্টল ও মুখরোচক বাহারী খাবারের স্টল সকলের দৃষ্টি কেড়েছে।

May be an image of 5 people, beard, people smiling and text
ছবিঃ আইরিশ নোটিশ বোর্ড


আয়োজকরা বলেন, ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে, মানবিকতা ও সংস্কৃতিতেও প্রবাসী নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই এই আয়োজনের মূল লক্ষ্য। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

May be an image of 3 people, flute, violin and crowd
ছবিঃ আইরিশ নোটিশ বোর্ড
SHARE THIS ARTICLE