জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : জি এম কাদের

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে এবং ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।


গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার পূর্বে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে যত নির্বাচন হবে, সবটিতে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। ইভিএম নিয়ে জাতীয় পার্টি বিভিন্ন সময়ে যে শঙ্কা প্রকাশ করেছে তা প্রমাণ করার জন্য এ নির্বাচনগুলোতে অংশগ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা যে শঙ্কার কথা বলেছি তা সত্য প্রমাণ হয়েছে নির্বাচন কমিশনারের কথায়। আমরা আবারও বলতে চাই, ইভিএম দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরশাদের মাজার জিয়ারত শেষে জি এম কাদের বিকেলে রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।

SHARE THIS ARTICLE