জাতীয় পার্টির নতুন মহাসচিব কে হচ্ছেন?

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জাতীয় পার্টির নতুন মহাসচিব কে হচ্ছেন? এ নিয়ে পার্টির অভ্যন্তরে ব্যাপক আলোচনা চলছে। করোনায় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অকাল মৃত্যুতে এ পদটি শূন্য হয়। সূত্রে জানা যায়, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, মশিউর রহমান রাঙ্গা, কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নাম আলোচিত হচ্ছে। তবে নানা অংকে শেষ পর্যন্ত কে হবেন বাবলুর স্থলাভিষিক্ত তাই দেখার অপেক্ষা।

দলটির নেতাকর্মীরা দুঃসময়ে জাতীয় পার্টির পাশে থাকা ত্যাগী, পরীক্ষিত, বিশ্বস্ত এবং কর্মীবান্ধব- এমন একজনকে মহাসচিব পদে দেখতে চান। পার্টির বর্তমান চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরও এমনটাই চান বলে জানা গেছে।

SHARE THIS ARTICLE