জীবন
মৌসুমি আক্তার
ক্লান্ত আমি শান্ত হব
সাগর জলের ঢেউ থামাব।
কাটব সাঁতার সারাটাদিন চলবে সেটা বিরতিহীন।
দুঃখসব মুছিয়ে দিও ঘুচিয়ে দিও সব বেদনা।
জীবনটা যে এত কঠিন
হিসাব মেলাতে ব্যর্থ প্রতিদিন।
নিঃশ্বাস আমার থেমে যায়
চারিপাশের ঝঞ্ঝাবয়।
এদিক সেদিক হানাহানি
বছর জুড়ে কানাকানি।
বৈরি আমি শত্রু সবার
যদি করি ন্যায়ের প্রতিবাদ।
ধুয়ে মুছে দিব সব
থাকবেনাকো হিংসা দ্বেষ।
পথের সব আগাছা সরিয়ে
শক্ত পায়ে দেব মুরিয়ে
সুন্দর পৃথিবী গড়ব মোরা
হাতে হাতে সাথে সাথে।