আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল রোববার, পিস মিশন অব আয়ারল্যান্ডের উদ্যোগে অনুষ্ঠিত হলো জুনিয়র সার্টিফিকেট এবং জুনিয়র সার্টিফিকেট সম্মাননা অনুষ্ঠান। অনুষ্ঠানটি ছিল ভার্চুয়াল “জুম” মাধ্যমে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ক্যানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ মুহাম্মদ আসাদুল্লাহ মূল বক্তব্য প্রদান করেন। তিনি অতীত মুসলিম ইতিহাসের আলোকে ভবিষ্যৎ গড়ার উপর জোর দিয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার বিষয় নির্ধারনের জন্য সমাজ বিজ্ঞান, সমাজকল্যাণ, সমাজ কর্ম ইত্যাদি বিষয়ে অধ্যয়নের উপর জোর দেন। তিনি সকলকে আশাবাদীদের দলে থাকার জন্যে উপদেশ দেন এবং ভবিষ্যতে জাতির নেতৃত্ব গ্রহণের আহবান জানান। তিনি বিদ্যা এবং জ্ঞানার্জনের লক্ষ্যে ব্যাপক অধ্যয়নের কথা বলেন। তিনি মুসলিম পণ্ডিত ইবনে হাজর এবং ইবনে খালদুনের রচিত কয়েকটি বইয়ের উল্লেখ করে সকলকে অধ্যয়নের অভ্যাস গড়ে তোলার কথা বলেন।
অনুষ্ঠানের পরিচালক জনাব সাইফুল ইসলাম সুমন এবারের জুনিওর এবং লিভিং সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ন ৪৩ জনের নাম ঘোষণা করে সবাইকে অভিনন্দন জানান। প্রতি শিক্ষার্থীকে একটি করে ক্রেস্ট এবং সার্টিফিকেট পোস্ট করা হবে বলে জানিয়ে ক্রেস্ট ভার্চুয়ালি সবাইকে দেখান। আয়ারল্যান্ডে দুইজন কোরানে হাফিজকেও সম্মাননা প্রদানের ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন, পিস মিশন আয়ারল্যান্ডের সহসভাপতি জনাব শামসুল হক। তিনি বলেন, “অনেক দিন থেকেই এই অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য থাকলেও মহামারীর কারণে অনুষ্ঠান বারে বারেই বিলম্বিত করতে হয়েছে এবং পরিশেষে প্রত্যক্ষ অনুষ্ঠানের বদলে আমাদেরকে এই অনুষ্ঠান ভার্চুয়ালী করতে হলো।” সফল সকল ছাত্রছাত্রীদের তিনি আন্তরিক অভিনদন জানান। তিনি কোরানের আয়াত থেকে উল্লেখ করে বলেন যে আল্লাহ উত্তম উত্তম বস্তু কামনা করার কথা বলেছেন। তিনি, দুনিয়া ও আখেরাতে সফলতা প্রার্থনা করার কথা উল্লেখ করে বলেন, আল্লাহ যেন আমাদের ভবিষ্যতের কাজকে সহজ করে দেন। তিনি সকলকে পলিমেথ অর্থাৎ জ্ঞানার্জনের জন্য উপদেশ দিয়ে বলেন প্রতিবছরের মত এবারেও প্রত্যক্ষ আয়োজনের ইচ্ছা থাকলেও এবারের আয়োজন ব্যাতিক্রমী হলো। তিনি ডঃ মুহাম্মদ আসাদুল্লাহকে ধন্যবাদ জানান। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।